For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে উঠে এল ৩ জনের নাম, পদ্ধতি নিয়ে সরব অধীর

সিবিআই (cbi)-এর পরবর্তী প্রধান হিসেবে উঠে এল তিনজনের নাম। সোমবার বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, বিরোধী দলনেতা অধীর চৌধুরী (adhir chowdhury)এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra mod

Google Oneindia Bengali News

সিবিআই (cbi)-এর পরবর্তী প্রধান হিসেবে উঠে এল তিনজনের নাম। সোমবার বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, বিরোধী দলনেতা অধীর চৌধুরী (adhir chowdhury)এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তবে নিয়োগ নিয়ে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে অধীর চৌধুরী।

যে তিনজনের নাম উঠে এসেছে

যে তিনজনের নাম উঠে এসেছে

সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর নেতৃত্বে বৈঠক হয়। সিবিআই-এর ডিরেক্টর হওয়ার দৌড়ে যে তিনজনের নাম উঠে এসেছে, তাঁরা হলেন, সুবোধ কুমার, ভিএসকে কৌমুদী এবং কেআর চন্দ্র। এঁদের মধ্যে সুবোধ কুমার রয়েছেন মহারাষ্ট্র পুলিশের ডিজি পদে, ভিএসকে কৌমুদী রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব পদে, কেআর চন্দ্র রয়েছেন এসএসবির ডিজি পদে। ডিরেক্টর নিয়োগের জন্য ১৯৪৮-১৯৮৬ ব্যাচের আইপিএসদের বেছে নেওয়া হয়েছিল। এঁদের মধ্যে সুবোধ কুমার এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অনেকে।

নিয়োগ নিয়ে নিয়মভঙ্গের অভিযোগে সরব অধীর

নিয়োগ নিয়ে নিয়মভঙ্গের অভিযোগে সরব অধীর

অবশ্য এই নিয়োগ নিয়ে নিয়মভঙ্গের অভিযোগে সরব হয়েছেন অধীর চৌধুরী। নিজের অভিযোগ নথিভুক্ত করে অধীর চৌধুরী বলেছেন, সিবিআই প্রধানের নিয়োগ নিয়ে ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। তিনি বলেন, ১১ মে তাঁকে ১০৯ জনের নাম দেওয়া হয়েছিল। আর সোমবার ১ টার সময় তাঁকে ১০ নাম বাছা হয়। চারটের সময় বাছা হয় ছটি নাম। যেভাবে এই কাজ করেছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, তাকে আপত্তিজনক বলে মন্তব্য করেছেন তিনি।
সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, নিয়োগের জন্য কমিটি গঠন করে ৩ জনের নাম স্থির করা হয়। অধীর চৌধুরীর অভিযোগ সুপ্রিম কোর্টের নিয়ম মানা হয়নি। তিনি অভিযোগ করেন অনেক ক্ষেত্রেই প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া ছিল না। এব্যাপারে সুপ্রিম কোর্টের নিয়ম পালন করার দাবি করেন তিনি।

অধীর চৌধুরীকে আশ্বাস

অধীর চৌধুরীকে আশ্বাস

জানা গিয়েছে, অধীর চৌধুরীর দাবির সঙ্গে সহমত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দেন, সিবিআই-এর প্রধান নিয়োগে নিয়মভঙ্গ হবে না। এব্যাপারে সব নিয়ম অনুসরণ করা হবে। প্রায় চারমাস দেরি হওয়ার পরে সোমবারের বৈঠক চলে প্রায় ৯০ মিনিট।

দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান

দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান

সিবিআই প্রধান হিসেবে ২ বছর কাজ চালানোর পরে এই ফেব্রুয়ারিতে অবসর নেন আরকে শুক্লা। এরপর অ্যাডিশনাল ডিরেক্টর প্রবীন সিনহাই সিবিআই-এর ডিরেক্টর হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, যতদিন না পর্যন্ত পুরো সময়ের ডিরেক্টর নিয়োগ না হয়, ততদিন পর্যন্ত।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরেঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
Chief justice Ramana, PM Modi, Adhir Chowdhury meets to select next CBI Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X