For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্ত প্রিয়া প্রকাশ ভারিয়ার - প্রধান বিচারপতির তীব্র কটাক্ষে বাতিল মামলা

সুপ্রিম কোর্ট মালয়লাম অভিনেতা প্রিয়া প্রকাশ ভারিয়ারের বিরুদ্ধে, তার আসন্ন চলচ্চিত্রের একটি গানের জন্য হওয়া পুলিশ মামলা বাতিল করে দিয়েছে।

Google Oneindia Bengali News

আরও একবার তাঁর সিগনেচার চোখ টেপার ভঙ্গি করতে পারেন মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল তাঁর বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলা। শুধু মামলা খারিজ করাই নয়, মামলাটি দায়ের করার জন্য় তেলেঙ্গানা সরকারকে রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ করেন প্রধান বিচারপতি দীপক মিশ্র।

তীব্র কটাক্ষে বাতিল মামলা

এ বছরের শুরুতে মালয়ালম ছবি 'ওরু অদার লাভ' ছবির একটি গানের ভিডিওতে প্রিয়া প্রকাশ ভারিয়ারের চোখ টেপার ভঙ্গিতে মজেছিল গোটা ভারত। কিন্তু ওই গানটির দৃশ্যায়ন নিয়েই একাংশ আপত্তি তুলেছিল। ধর্মীয় ভাবাবেগগে আঘাত হানছে এই অভিযোগে গানটি নিষিদ্ধ করার আবেদন জানান মুকিথ খান ও জাহির উদ্দিন আলি খান। হায়দরাবাদ পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে মামলা করেছিল প্রিয়া ও ছবিটির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে।

কিন্তু সেই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এদিন আদালতে তেলেঙ্গানা সরকারের আইনজীবীকে রীতিমতো কটাক্ষ করে প্রধান বিচারপতি বলেন, 'আপনাদের কোনও কাজ নেই না? কে কোন সিনেমায় একটা গান গাইল আর তা নিয়ে আপনারা মামলা করে দিলেন'। তিনি পরুষ্কার জানান এ বিষয়ে মিস ভারিয়ারের বিরুদ্ধে কোনও চার্জ আনা যাবে না।

পুলিশের ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অবশ্য প্রিয়া ও সিনেমাটির প্রয়োজক-পরিচালকের বিরুদ্ধেই ছিল। প্রিয়া পাল্টা আবেদনে জানিয়েছিলেন উত্তর কেরালার মালাবার এলাকায় হজরত মহম্মদ ও তাঁর স্ত্রী খাদিজার মধ্যে ভালবাসা নিয়ে একটি গান প্রচলিত আছে। সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে গানটি গেয়ে এসেছেন। সেই গানটিই সিনেমায় ব্যবহার করা হয়েছে।

English summary
Supreme Court canceled a police case against Malayalam actor Priya Prakash Varrier over a song in her upcoming film.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X