বড় ধাক্কা সুপ্রিম কোর্টে, চিদাম্বরমের আবেদন শুনলই না আদালত
রক্ষাকবচ আর পাওয়া হল না চিদম্বরমের। সিবিআই হেফাজতকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে করা চিদাম্বরমের আবেদন আজ উঠলই না এজলাসে। প্রধান বিচারপতির নির্দেশের পরেই তাঁর আবেদন শুনানির জন্য তালিকা ভুক্ত করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। চিদাম্বরমের আইনজীবী ফের আদালতের রেজিস্ট্রির কাছে আবেদন পাঠিয়েছেন।

এদিকে আজ ফের চিদাম্বরমকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। ৫ দিনের সিবিআই হেফাজত আজই শেষ হচ্ছে। আজ ফের তাঁকে হেফাজতে নিয়ে জেরার আবেদন জানাবে সিবিআই। তাই আগে থেকেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচের জন্য আবেদন জানিয়েছিলেন চিদাম্বরম। কিন্তু ভাগ্যের ফেরে সেটা এখনও তালিকাভুক্ত হয়নি।
[আরও পড়ুন:কাশ্মীরে কেন গেলেন এখন রাহুলরা! প্রশ্ন তুলে, কংগ্রেস শিবিরকে তোপ দেগে মায়ার নয়া চাল ]
নতুন করে আরও তিনটি আবেদন সহ শীর্ষ আদালতে রেজিস্ট্রির কাছে আবেদন পাঠানো হয়েছে। বিচারপতি ভানুমতি কপিল সিব্বলকে জানিয়েছেন প্রধান বিচারপতির নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
আইএনএক্স মিডিয়ায় দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই চড়েছে রাজনীতির পারদ।