For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গো-রক্ষায় নয়া উদ্যোগ, লিটারে ১০ টাকা দামে গোমূত্র কেনার পরামর্শ সরকারকে

গোরক্ষা করতে এবার নতুন পন্থার সন্ধান দিল বিজেপি শাসিত ছত্তিশগড়ের গবাদি পশুকল্যাণ দফতর ।

  • |
Google Oneindia Bengali News

গো-রক্ষা করতে এবার নতুন পন্থার সন্ধান দিল বিজেপি শাসিত ছত্তিশগড়ের গবাদি পশুকল্যাণ দফতর। দফতরের এক প্রস্তাবনায় বলা হয়েছে, গো-মূত্র যদি সরকার লিটার পিছু ১০ টাকা দামে কিনে নেয় তাহলে , গো-পালকরা আর বয়স্ক গরুদের রাস্তাঘাটে ফেলে দেবে না। এতে গোহত্যার সংখ্যা কমতে পারে।

গো-রক্ষায় নয়া উদ্যোগ, লিটারে ১০ টাকা দামে গোমূত্র কেনার পরামর্শ সরকারকে


ছত্তিসগড়ের গৌসেবা আয়োগের চেয়ারম্যান বিশ্বেশ্বর প্যাটেল বলেছেন গোমূত্র বহু কাজে উপকারী। এর থেকে জৈব প্রক্রিয়ায় সার, কীটনাশক-সহ কৃষিকাজের জন্য জরুরি বহু পণ্য প্রস্তুত করা যেতে পারে। গবেষণার কাজেও ব্যবহার করা যেতে পারে। তিনি জানিয়েছেন, এই প্রস্তাবনা তাঁরা ইতিমধ্যেই পাঠিয়েছেন, প্রজেক্ট যদি শুরু হয় তাহলে যাঁরা রাজ্যে গরুদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন , তাঁরা আর তা করবেন না।

গৌসেবা আয়োগের চেয়ারম্যান বিশ্বেশ্বর প্যাটেল আরও জানিয়েছেন , লিটার প্রতি যদি ১০ টাকাতে গোমূত্র না কিনে , যদি ৭ টাকাতেও কেনা যায়, তাহলেও সমস্যার সুরাহা হতে পারে।

উল্লেখ্য, কিছুদিন আগেই ছত্তিশগড়ের বিজেপি শাসিত রমন সিং সরকারের রাজ্যে এক বিজেপি নেতার গৌশালায় মোট ২০০ টিরও বেশি গরুর মৃত্যুকে নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই ঘটনায় ছত্তিশগড়ের প্রাণিসম্পদ দফতরের দুর্নীতি নিয়ে নানা অভিযোগও ওঠে। তারপরই আসে এই ছত্তিশগর প্রশাসনিক স্তর সূত্রে এই ধরণের প্রস্তাবনা।

English summary
BJP-ruled Chhattisgarh’s official body for bovine welfare has a recommended buying cow urine from cattle owners to discourage the people from abandoning their livestock.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X