For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ ঘণ্টা একটানা শিস দিয়ে গিনেস বিশ্ব রেকর্ডসে চেন্নাইয়ের পূজা, জানুন অসাধারণ কীর্তির কাহিনি

ত্রিশ ঘণ্টা নাগাড়ে শিস দিয়ে গিনেস বিশ্ব রেকর্ডসে নাম তুললেন চেন্নাইয়ের পূজা চন্দ্রমোহন। এর আগের রেকর্ড ছিল ২৫ ঘণ্টা ৩০ মিনিটের।

  • |
Google Oneindia Bengali News

ত্রিশ ঘণ্টা নাগাড়ে শিস দিয়ে গিনেস বিশ্ব রেকর্ডসে নাম তুললেন চেন্নাইয়ের পূজা চন্দ্রমোহন। এর আগের রেকর্ড ছিল ২৫ ঘণ্টা ৩০ মিনিটের। কানাডার জেনিফার আনাভি ডেভিস এই রেকর্ড করেছিলেন। যা পূজা ভেঙে দিলেন।

৩০ঘণ্টা একটানা শিস দিয়ে গিনেস বিশ্ব রেকর্ডসে চেন্নাইয়ের পূজা

গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরের দিন বিকেল ৩টে পর্যন্ত শিস দিয়েছে পূজা। চেন্নাইয়ের শ্রেয়ানস ভবনে সকলের সামনে এই কাণ্ড হয়েছে। প্রধান অতিথিদের মধ্যে ছিলেন তামিলনাড়ু চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের সভাপতি সিএমকে রেড্ডি, গায়িকা এসপি শৈলজা সুধাকরের মতো ব্যক্তিত্ব।

পূজা শিস তো দিতে পারেনই, পাশাপাশি তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধ্রুপদী সঙ্গীত শিল্পী। তামিল, ইংরেজি, হিন্দি, কোরিয়ান বিভিন্ন জনপ্রিয় গান তিনি শিস দিয়ে শুনিয়েছেন। যা শুনে মোহিত হলভর্তি দর্শক হাততালি দিয়ে ফাটিয়ে দিয়েছেন। কিছু গানে অনেকে নেচেও উঠেছেন। আর এভাবেই দর্শকের মনোরঞ্জন করতে করতে অবলীলায় ত্রিশ ঘণ্টা শিস দিয়ে পার করে দিয়েছেন পূজা।

গোটা ঘটনার ভিডিও এবার গিনেস কমিটিকে পাঠানো হবে। তা খতিয়ে দেখে নিশ্চিত করলেই পূজা গিনেস রেকর্ডসের অধিকারিণী হয়ে যাবেন। কবে সেই চিঠি আসে, এখন সেদিকেই তাকিয়ে পূজার পরিবার থেকে শুরু করে আত্মীয়-বন্ধুবান্ধবেরা।

English summary
Chennai's Pooja Chandramohan whistles for 30 hours and sets Guinness World Records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X