For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(টুইট) ভারি বৃষ্টিতে স্তব্ধ তামিলনাড়ুর জনজীবন, জলমগ্ন চেন্নাই বিমানবন্দর, উদ্ধারকাজে সেনা

Google Oneindia Bengali News

চেন্নাই, ২ ডিসেম্বর : দুদিনের একটানা বৃষ্টিতে চেন্নাইয়ের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছে। চেন্নাইয়ের বিমানবন্দরেও জল থৈ থৈ পরিস্থিতি। রানওয়েতে জল জমে থাকায় বাতিল করা হয়েছে বিমান পরিষেবা। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তামিলনাড়ুর অধিকাংশ অংশেই বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা, মোবাইল পরিষেবা।

(টুইট) ভারি বৃষ্টিতে স্তব্ধ তামিলনাড়ুর জনজীবন, জলমগ্ন চেন্নাই বিমানবন্দর, উদ্ধারকাজে সেনা

তামিলনাড়ুর পরিস্থিতি সামগ্রিক অবস্থা একঝলকে:

১.চেন্নাই বিমানবন্দরে প্রায় ৪০০ যাত্রী আটকে পড়েছেন। বিমানবন্দরের রানওয়েতে জলের স্তর বেড়ে যাওয়ায় তা বিমানের আন্ডারক্যারেজ ছুঁয়ে যাচ্ছে। ফলে জলের স্তর না কমা পর্যন্ত বিমান পরিষেবা চালু করা সম্ভব নয়। মঙ্গলবার রাত পর্যন্ত ৯টি বিমান বাতিল হয়েছে। রেললাইনে জল থাকায় ১৩টি ট্রেনও বাতিল হয়েছে।

২. চেন্নাইয়ের তামবারাম এবং ওরাপক্কম এলাকায় ভারতীয় সেনা উদ্ধারকাজে নেমেছে। এনডিআরএফ-এ তরফে ১০টি দল পাঠানো হয়েছে।

৩. দুদিনের টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা, মোবাইল পরিষেবা। বাড়ির ভিতরে রাস্তার জল ঢুকছে হু হু করে। চেন্নাই চিড়িয়াখানাও জলমগ্ন।

৪. বৃষ্টির কারণে নভেম্বরের শেষ থেকে এখনও পর্যন্ত ১৬ দিন স্কুল কলেজ বন্ধ হয়ে রয়েছে। স্কুলের হাফ ইয়ার্লি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

৫. যাদের বাড়ি বহুতল , তারা আটকে পরা মানুষদের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন, খাবার দেওয়া হচ্ছে। দক্ষিণ চেন্নাইয়ের একটি মল তাদের আটকে পরা মানুষদের আশ্রয় দেওয়ার জন্য সারা রাত তাদের দরজা খোলা রেখেছিলেন।

৬. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সবরকম সাহায্য মিলবে বলেও জয়ললিতাকে আশ্বাস দিয়েছেন তিনি।

৭. মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রতি মুহূর্তে নিজে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। পুলিশ, দমকল, এবং উদ্ধারকর্মীদের তৈরি রাখা হয়েছে প্রয়োজনে এলাকা থেকে মানুষদের স্থানান্তরিত করার জন্য।

৮. নভেম্বরে ১০৪৯ এমএম বৃষ্টিপাত হয়েছে। আগামী আরও ৪ দিন বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হচ্ছে, গত ১০০ বছরের তামিলনাড়ুতে এহেন পরিস্থিতি আগে হয়নি।

৯. সোস্যাল মিডিয়ার মাধ্যমেও সাহায্য চাইছেন মানুষ। মহিন্দ্রা ওয়ার্ল্ড সিটির ৫০০ জন কর্মী গুণ্ডুভাঞ্চেরি এলাকায় রাস্তার ধারে আটকে রয়েছেন।

১০. চেন্নাই পুরসভার তরফে জরুরীকালীন যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। বন্যার কারণ কোনও জরুরীকালীন পরিস্থিতি তৈরি হলে যে কেই এই নম্বরগুলিতে ফোন করতে পারেন।
গাছ ভেঙে পড়া বা জল জমে থাকার জন্য - ১৯১৩
নর্দমা উপচে পড়া - ৪৫৬৭৪৫৬৭, ২২২০০৩৩৫
রাজ্য জরুরীকালীন অবস্থা - ১০৭০,
জেলা জরুরীকালীন অবস্থা - ১০৭৭
বিদ্যুৎ - ১৯১২
দমকল ও উদ্ধারকাজ - ১০১

English summary
Chennai Airport Flooded, Army Out for Relief as Rain Pounds Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X