For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্বের জন্য গুলি খেয়েছে বিজেপি! শিবসেনাকে 'ইতিহাস' স্মরণ করিয়ে উদ্ধবকে পাল্টা তোপ ফড়নবিশের

হিন্দুত্বের জন্য গুলি খেয়েছে বিজেপি! শিবসেনাকে 'ইতিহাস' স্মরণ করিয়ে উদ্ধবকে পাল্টা তোপ ফড়নবিশের

  • |
Google Oneindia Bengali News

শিবসেনা (Shiv Sena)) প্রধান উদ্ধব ঠাকরের (uddhav thacjeray) মন্তব্যের পাল্টা প্রত্যাঘাত মহারাষ্ট্রের (maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis)। প্রসঙ্গত উল্লেখ্য উদ্ধব ঠাকরে বলেছিলেন, বিজেপি রাজনৈতিক সুবিধার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে। শিবসেনাকে ইতিহাসের স্মরণ করিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।

 শিবসেনাকে কটাক্ষ

শিবসেনাকে কটাক্ষ

এদিন জবাব দিতে দিয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, শিবসেনার সিলেক্টিভ মেমোরি রয়েছে। মুম্বইয়ে পুরসভায় যখন বিজেপির সদস্য ছিল, সেই সময় শিবসেনার জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। ১৯৮৪-র নির্বাচনে শিবসেনার প্রার্থী বিজেপির টিকিটে লড়াই করেছিলেন বলে দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শিবসেনা সময় নষ্ট করেছে

শিবসেনা সময় নষ্ট করেছে

রবিবার শিবসেনা প্রধান দলের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ২৫ বছর শিবসেনা বিজেপির সঙ্গী ছিল। শিবসেনা সেই সময় অপচয় করেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। উদ্ধব ঠাকরে বলেছিলেন, শিবসেনা বিজেপির সঙ্গে ছিল, কেননা তারা হিন্দুত্বের জন্য ক্ষমতার কথা বলত। কিন্তু সেনা কখনই ক্ষমতার জন্য হিন্দুত্বের কথা বলেনি বলে দাবি করেছেন তিনি।

শিবসেনা হিন্দুত্ব ত্যাগ করেনি

শিবসেনা হিন্দুত্ব ত্যাগ করেনি

শিবসেনা প্রধান বলেছিলেন, শিবসেনা বিজেপিকে ত্যাগ করলেন হিন্দুত্বকে ত্যাগ করেনি। তিনি বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেছিলেন, ক্ষমতার জন্যই বিজেপির সুবিধাবাদী হিন্দুত্ব।

শিবসেনাকে পাল্টা তোপ ফড়নবিশের

শিবসেনাকে পাল্টা তোপ ফড়নবিশের

এইসব মন্তব্য নিয়ে শিবসেনাকে পাল্টা তোপ দেগেছেন জেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকেই পরিষ্কার তিনি সাম্প্রতিক নগর পঞ্চায়েত এবং স্থানীয় নির্বাচনে দলের চতুর্থস্থানে থাকা নিয়ে হতাশ। সেই বিষয়টিকে ঢাকতেই তিনি বিজেপিকে আক্রমণ করছেন বলে মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রাম জন্মভূমির প্রচারের সময় কোথায় ছিলেন

রাম জন্মভূমির প্রচারের সময় কোথায় ছিলেন

দেবেন্দ্র ফড়নবিশ প্রশ্ন করেছেন, রাম জন্মভূমির প্রচারের সময়ে তিনি কোথায় ছিলেন। সেই সময় বিজেপি কর্মীরা গুলি খেয়েছিল, তবে হাতে লাঠিও তুলে নিয়েছিল। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে।

২০১৯-এর বিধানসভা নির্বাচনের পরেই বিচ্ছিন্ন দুই দল

২০১৯-এর বিধানসভা নির্বাচনের পরেই বিচ্ছিন্ন দুই দল

গত শতাব্দীর শেষের দিকের বেশ কিছুটা সময় এবং এই শতাব্দীর প্রায় প্রথম দুই দশক শিবসেনা ও বিজেপির মধ্যে সম্পর্কে সেরকম ভাঙন দেখা যায়নি। কিন্তু ২০১৯-এর বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের পরেও ক্ষমতায় প্রশ্নে দুই দলের সম্পর্কে চিড় ধরে। বিজেপি চেয়েছিল মুখ্যমন্ত্রী তাদের হবে, কিন্তু শিবসেনা রাজি হয়নি। পরে দুই দলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। শিবসেনা মতাদর্শগতভাবে একেবার বিপরীতে থাকা এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করে। মুখ্যমন্ত্রী হন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

English summary
Chaos between BJP and Shiv Sena on Hindutva issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X