For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে কর ব্যবস্থা বড় রদবদল! কী বলছে নতুন আইন?

Google Oneindia Bengali News

একজন ভারতীয়কে এখন অনাবাসী হিসাবে শ্রেণিবদ্ধ হতে হলে ১৮২ দিনের বদলে ২৪০ দিন ভারতের বাইরে থাকতে হবে। অর্থাৎ দেশে ১২০ দিনের বেশি থাকলেই তাঁকে আর অনাবাসী ভারতীয় বলে গণ্য করা হবে না। এই ক্ষেত্রে বিদেশে কর না দিয়ে থাকলে সেই ব্যক্তি অনাবাসী হলেও তাঁকে ভারতে কর দিতে হবে। এমনটাই জানান রাজস্ব সচিব, অজয় ​​ভূষণ পান্ডে।

আইনে বদল

আইনে বদল

শনিবার অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরে অজয় ​​ভূষণ পান্ডে বলেন, 'আমরা আয়কর আইনে কয়েকটি পরিবর্তন এনেছি। এখন থেকে কোনও ভারতীয়কে অনাবাসী হিসাবে শ্রেণিবদ্ধ হতে হলে ২৪০ দিন ভারতের বাইরে থাকতে হবে। আগে এই সময়কালটি ১৮২ দিন ছিল।'

কোন ক্ষেত্রে কর দিতে হবে অনাবাসীকেও?

কোন ক্ষেত্রে কর দিতে হবে অনাবাসীকেও?

রাজস্ব সচিব আরও বলেন, 'কোনও ভারতীয় নাগরিক যদি বিশ্বের কোনও দেশের বাসিন্দা না হন তবে তাকে ভারতের বাসিন্দা হিসাবে গণ্য করা হবে এবং তার বিশ্বব্যাপী আয়ের উপর কর আরোপ করা হবে।'

বড় ধাক্কা

বড় ধাক্কা

এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, কেবলমাত্র ট্যাক্স বাঁচাতে যেই ভারতীয়রা বিদেশে থাকে তাদের জন্যে এটি বড় ধাক্কা।

কর ব্যবস্থা নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা

কর ব্যবস্থা নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা

এদিকে শনিবার অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানিয়ে দেন, নতুন কর প্রক্রিয়াটি ঐচ্ছিক হবে। করদাতা যদি ছাড় সহ পুরোনো কর ব্যবস্থায় থাকতে চান থাকতে পারেন। অথবা নতুন হারে কম কর দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে পুরোনো ব্যবস্থার ছাড়গুলি পাবেন না তিনি।

English summary
changes in income tax laws for nris in news union budget presented by nirmala sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X