For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ অগাস্ট চাঁদের কাছাকাছি পৌঁছে যাবে চন্দ্রযান-২

আর বেশি দেরি নেই চাঁদের কাছে পৌঁছল বলে চন্দ্রযান-২। ২০ অগস্ট চাঁদের কাছে পৌঁছে যাবে।

Google Oneindia Bengali News

আর বেশি দেরি নেই চাঁদের কাছে পৌঁছল বলে চন্দ্রযান-২। ২০ অগাস্ট চাঁদের কাছে পৌঁছে যাবে। তারপর পরিকল্পনা মতোই ৭ সেপ্টেম্বর চাঁদে পা রাখার কথা চন্দ্রযান-২। ইসরোর প্রধান কে শিবান জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি মেনেই এগোচ্ছে চন্দ্রযান-২। এখনও পর্যন্ত সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে। হিসেব মতো ৭ সেপ্টেম্বর চাঁদে পা রাখার কথা।

২০ অগস্ট চাঁদের কাছাকাছি পৌঁছে যাবে চন্দ্রযান-২

ইসরোর প্রধান জানিয়েছেন ১৪ অগাস্টের মধ্যে চাঁদের অনেক কাছে পৌঁছে যাবে সেটি। ১৪ তারিখ ভোর সাড়ে তিনটে নাগাদ চন্দ্রযান-২য়ের লুনার ইনজেকশন হবে। অর্থা‌ৎ তখনই পৃথিবীর কক্ষ পথ এবং পরিসীমা সব ছাড়িয়ে চাঁদের কােছ পৌঁছে যাবে যানটি। ক্রমশ চাঁদের দিকে এগিয়ে যেতে থাকবে। ২ সপ্তাহ চাঁদে থাকবে চন্দ্রযান-২। এই প্রথম ভারতের কোনও মহাকাশযান চাঁদে দক্ষিণ মেরুতে যাবে। সেখান থেকে খনিজ সংগ্রহ করবে। এছাড়াও চাঁদের দক্ষিণ মেরুর জলবায়ু সম্পর্কে একাধিক তথ্য সংগ্রহ করার কথা।

প্রথমবার ধাক্কা খেলেও দ্বিতীয়বার সাফল্যের সঙ্গে পাড়ি দিয়েছে চন্দ্রযান-২। এই চাঁদ অভিযানের সঙ্গে সঙ্গে ভারত মহাকাশ অভিযানে শক্তিধর দেশগুলির মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে।

English summary
Chandrayan-2 landing on Moon is expected on September 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X