For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলাঙ্গানায় ভোটের লড়াইয়ে নামা বৃহন্নলা সমাজকর্মী অপহৃত

তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। এই রাজ্যো ভোটে লড়ছেন এক বৃহন্নলা সমাজকর্মী। তবে মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। এই রাজ্যো ভোটে লড়ছেন এক বৃহন্নলা সমাজকর্মী। তবে মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। পুলিশে নিখোঁজ ডায়েরিও হয়েছে।

তেলাঙ্গানায় ভোটের লড়াইয়ে নামা বৃহন্নলা সমাজকর্মী অপহৃত

তাঁর নাম চন্দ্রমুখী এম। সিপিএম নেতৃত্বাধীন বহুজন বামফ্রন্টের টিকিটে তিনি গোশমহল বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন। বাড়ি থেকে তিনি নিখোঁজ বলে খবর। প্রচারে বেরিয়ে বিজেপি নেতা টি রাজা সিং ও কংগ্রেস নেতা মুকেশ গৌড়ের বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি।

বৃহন্নলা গোষ্ঠীর সদস্যরা চন্দ্রমুখীর হয়ে প্রচার করতে এসে তাঁকে খুঁজে পাননি। সারাদিন পরে তাঁরা পুলিশে অভিযোগ করেন। পরিবারের লোকেরা মনে করছেন চন্দ্রমুখীকে অপহরণ করা হয়েছে। পরে বানজারা হিলস স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে।

নিজের গোষ্ঠীর লোকেদের মানোন্নয়নের খাতিরে চন্দ্রমুখী ভোটে দাঁড়াতে চেয়েছিলেন বলে পরিচিতরা জানিয়েছেন। মাত্র একদিন প্রচার করার পরই তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন।

চন্দ্রমুখীর পাশাপাশি গাজওয়েল বিধানসভার এক প্রার্থীও মনোনয়ন জমা করার পর নিখোঁজ ছিলেন। নিখোঁজ কে দীনেশ চক্রবর্তী সমাজবাদী ফরওয়ার্ড ব্লক দলের সদস্য ছিলেন।

English summary
Chandramukhi, transwoman candidate contesting Telangana elections goes missing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X