For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪দিনের গৃহবন্দি থাকার পরেও চন্ডীগড়ের যুবকের শরীরে করোনার চিহ্ন

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনার দাপট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ক্রমাগত হুহু করে বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের একাধিক দেশ কার্যত তালাবন্ধ। সন্দেহভাজন প্রায় লাখ লাখ ব্যক্তি ১৪দিনের আইসোলেশনে নিজেদের বিচ্ছিন্ন করে গৃহবন্দী রেখেছেন।

১৪দিন আইসোলেশনে কাটানোর পর যুবকের দেহে মিলল ভাইরাস

১৪দিন আইসোলেশনে কাটানোর পর যুবকের দেহে মিলল ভাইরাস

দুবাই থেকে ফিরে আসা চন্ডীগড়ের ২২ বছরের যুবক নিজেকে গৃহবন্দীই রেখেছিলেন ১৪দিন। হঠাৎ ১৪ দিন কাটানোর পর ১৫দিনের মাথায় যুবকের কোভিড-১৯ এর পরীক্ষা করা হলে তা পজেটিভ আসে। এই ঘটনাকে কার্যত অস্বাভাবিক বলেই মনে করছেন চিকিৎসক মহলের একাংশ।

১৪দিন আইসোলেশনেই ছিলেন যুবক

১৪দিন আইসোলেশনেই ছিলেন যুবক

গত ১১ই মার্চ যুবক দুবাই থেকে ফেরেন বলে খবর। এরপর প্রায় ১৪দিন আইসোলেশনে থাকার পর ১৫ দিনের মাথায় যুবক পরীক্ষা করান। অবাক কান্ড ১৪ দিন তার কিছুই হয়নি, ১৫ দিনের মাথায় হঠাৎই দেখা দেয় উপসর্গ। এক্ষেত্রে স্থানীয় চিকিৎসকরা জানান এই রোগের সূত্রপাত দেরীতেও হতে পারে আমাদের সেবিষয়ে সতর্ক থাকতে হবে।

ভারতে করোনার খোঁজ এবার চন্ডীগড়ে

ভারতে করোনার খোঁজ এবার চন্ডীগড়ে

ভারতের অবস্থাও ক্রমে সঙ্কটজনক হয়ে উঠছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজারের দোরগোড়ায়। এরমধ্যেই চন্ডীগড়ে মিলল এমন অস্বাভাবিক নজির। খবর সামনে আসতেই আতঙ্কে গোটা রাজ্য। মহামারী মোকাবিলায় জারি রয়েছে ২১দিনের লকডাউন।

English summary
Coronavirus in young body of Chandigarh after 14 days isolation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X