For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও ভাইরাল হলেন পাক সাংবাদিক চাঁদ নবাব, পান নিয়ে প্রতিবেদন করতে গিয়ে কী করলেন দেখুন

পাকিস্তানি সাংবাদিক চাঁদ নবাব আবারও তাঁর হোঁচট খাওয়া প্রতিবেদনের জন্য ইন্টারনেটে ভাইরাল হলেন।

Google Oneindia Bengali News

আবার ভাইরাল হলেন চাঁদ নবাব। ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্বন্দ্বই থাক, সীমান্ত নিয়ে যত অসন্তোষই থাক - এই পাক সাংবাদিকের কাছে সামনে কিন্তু সব দ্বন্দ্বের অবসান ঘটে যায়। তাঁকে দেখেই সলমন খানের সুপারহিট ফিল্ম 'বজরঙ্গী ভাইজান'-এ নওয়াজউদ্দীন সিদ্দিকির চরিত্রটি তৈরি হয়েছিল।

আবার ভাইরাল হলেন চাঁদ নবাব। ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্বন্দ্বই থাক, সীমান্ত নিয়ে যত অসন্তোষই থাক - এই পাক সাংবাদিকের কাছে সামনে কিন্তু সব দ্বন্দ্বের অবসান ঘটে যায়। তাঁকে দেখেই সলমন খানের সুপারহিট ফিল্ম বজরঙ্গী ভাইজান-এ নওয়াজউদ্দীন সিদ্দিকির চরিত্রটি তৈরি হয়েছিল। চাঁদ নবাব কেন বিখ্যাত? না তিনি কোনও দুনিয়া কাঁপানো খবর করেননি। তিনি বিখ্যাত তাঁর ভুলের জন্য। প্রায়ই দেখা যায় কোনও খবর করতে গিয়ে ক্যামেরার সামনে বলতে গিয়ে তিনি হোঁচট খাচ্ছেন। চাঁদের সেইসব ভুল করার প্রত্যেকটি ভিডিও-ই ভাইরাল হয়। সাম্প্রতিক ভিডিওটিতে দেখা যাচ্ছে চাঁদ করাচির একটি পানের দোকান নিয়ে রিপোর্ট করছেন। দোকানের বিশেষত্ব নিয়ে দর্শকদের জানাচ্ছেন। রিপোর্টে তাঁর বলার কথা ছিল পান হামারি সাকাফত হ্যায় অর্থাৎ পান আমাদের সংস্কৃতি। এটা বলার পরই পানওয়ালা তাঁকে একটি পান এগিয়ে দেবেন। আর চাঁদ সেটা মুখে পুড়বেন। এভাবেই শেষ হবে পান নিয়ে তাঁর প্রতিবেদন। কিন্তু এই কাজটি করতে গিয়ে বারবার হোঁচট এবং পান খেয়েছেন চাঁদ। বার পাঁচ ছয়েক তিনি পান হামারি সাকাফত হ্যায় - বলার চেষ্টা করেছেনষ প্রত্যেকবারই ভুল করেছেন। কখনও বা সঠিক সময়ে পান ওয়ালা পান এগিয়ে দেননি। কখনও চাঁদ নবাব, কথা শেষ করার আগেই মুখে পান গিঁজে দিয়েচেন, ফলে তাঁর কথা আর শোনা যায়নি। তাঁর এই ভুলে ভরা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আসতেই, নেট দুনিয়াকে আর পায় কে! তবে ইন্টারনেটে লোকের ভুল ধরে যেরকম ট্রোল করা হয়, চাঁদের ক্ষেত্রে কিন্তু দুই দেশের নেটিজেনদের সেরকম আচরণ দেখা যায় না। আসলে ছাঁদ ভুল করলেও তাঁর মধ্যে অদ্ভুত সারল্য আছে। যা মানুষের মনকে ছুঁয়ে যায়। আর তিনি নেটিজেনদের বড় আদরের। সে সীমান্তের ওপাড়েই হোক, কী এপাড়ে।

চাঁদ নবাব কেন বিখ্যাত? না তিনি কোনও দুনিয়া কাঁপানো খবর করেননি। তিনি বিখ্যাত তাঁর ভুলের জন্য। প্রায়ই দেখা যায় কোনও খবর করতে গিয়ে ক্যামেরার সামনে বলতে গিয়ে তিনি হোঁচট খাচ্ছেন। চাঁদের সেইসব ভুল করার প্রত্যেকটি ভিডিও-ই ভাইরাল হয়।

সাম্প্রতিক ভিডিওটিতে দেখা যাচ্ছে চাঁদ করাচির একটি পানের দোকান নিয়ে রিপোর্ট করছেন। দোকানের বিশেষত্ব নিয়ে দর্শকদের জানাচ্ছেন। রিপোর্টে তাঁর বলার কথা ছিল 'পান হামারি সাকাফত হ্যায়' অর্থাৎ পান আমাদের সংস্কৃতি। এটা বলার পরই পানওয়ালা তাঁকে একটি পান এগিয়ে দেবেন। আর চাঁদ সেটা মুখে পুড়বেন। এভাবেই শেষ হবে পান নিয়ে তাঁর প্রতিবেদন।

কিন্তু এই কাজটি করতে গিয়ে বারবার হোঁচট এবং পান খেয়েছেন চাঁদ। বার পাঁচ ছয়েক তিনি পান হামারি সাকাফত হ্যায় - বলার চেষ্টা করেছেনষ প্রত্যেকবারই ভুল করেছেন। কখনও বা সঠিক সময়ে পান ওয়ালা পান এগিয়ে দেননি। কখনও চাঁদ নবাব, কথা শেষ করার আগেই মুখে পান গিঁজে দিয়েচেন, ফলে তাঁর কথা আর শোনা যায়নি।

তাঁর এই ভুলে ভরা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আসতেই, নেট দুনিয়াকে আর পায় কে! তবে ইন্টারনেটে লোকের ভুল ধরে যেরকম ট্রোল করা হয়, চাঁদের ক্ষেত্রে কিন্তু দুই দেশের নেটিজেনদের সেরকম আচরণ দেখা যায় না। আসলে ছাঁদ ভুল করলেও তাঁর মধ্যে অদ্ভুত সারল্য আছে। যা মানুষের মনকে ছুঁয়ে যায়। আর তিনি নেটিজেনদের বড় আদরের। সে সীমান্তের ওপাড়েই হোক, কী এপাড়ে।

English summary
Pakistani journalist Chand Nawab again went viral with his fumbled reporting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X