For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউইয়র্ক টাইমসের পেগাসাস রিপোর্টের প্রতিবেদনে চাপে কেন্দ্র, সংবাদমাধ্যমকে 'সুপারি মিডিয়া' বললেন মন্ত্রী

Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট কার্যত আগুন জ্বালিয়ে দিয়েছে পেগাসাস ইস্যু নিয়ে। সেই রিপোর্টকে হাতিয়ার করে স্বাভাবিকভাবেই সুর চড়াচ্ছে বিরোধীরা। বর্ষাকালীন অধিবেশন জুড়ে এইও পেগাসাস ইস্যু নেই প্রতিদিন সংসদে বিরোধীরা সরব হয়েছিল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে বামেরা সবাই একজোটে আড়ি পাতা নিয়ে কেন্দ্রকে নিশানা করে নাস্তানাবুদ করে ছেড়েছিল। শীতকালীন অধিবেশনে এই ইস্যু নিয়ে নিয়ে তেমন ভাবে সুর চড়ায়নি বিরোধীরা। ঠিক এমন সময়েই বিষয়টি প্রায় স্তিমিত হয়েই গিয়েছিল। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট ছাইচাপা আগুনে ফের ঘি ঢেলে দিতেই তা ফের জ্বলতে শুরু করেছে। আর তা নিয়েই বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী।

 নিউইয়র্ক টাইমসের পেগাসাস রিপোর্টের প্রতিবেদনে চাপে কেন্দ্র, সংবাদমাধ্যমকে সুপারি মিডিয়া বললেন মন্ত্রী

নয়া পেগাসাস রিপোর্টে ফের বিরোধীরা যখন ফের উঠে পরে লেগেছে তখন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং নিজেদের কোর্ট থেকে বলে ঠেলে ওপারে পাঠাবার চেষ্টা করেছেন। তিনি তিনি নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে 'সুপারি মিডিয়া' বলে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের পেগাসাস সম্পর্কিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, 'এই সংবাদ পত্রের প্রতিবেদন কতটা বিশ্বসযোগ্য? কারণ সংবাদপত্রটি সুপারি মিডিয়া নামেই পরিচিত।'

দ্যা নিউ ইয়র্ক টাইমসের পেগাসাস নিয়ে ওই খবরের হেডলাইন ছিল 'দ্যা ব্যাটেল ফর দ্যা ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ালফুল সাইবারওয়েপন'। প্রতিবেদনে বলা হয়েছে যে, 'ইজরায়েলি ফার্ম এনএসও গ্রুপ থেকে প্রায় ১০ বছর ধরেই বিশ্বের একাধিক দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার কাছে সাবস্ক্রিপশনেপ ভিত্তিতে নজরদারী সফ্টওয়্যার পেগাসাস বিক্রি করেছে। তবে সংস্থাটি কোনও বেসরকারি সংস্থাকে তাদের সফ্টওয়্যার বিক্রি করেনি। এই সফ্টওয়্যারের মাধ্যমে ধারাবাহিকভাবে আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্র্যাক করে সমস্তন তথ্য হাতিয়ে নেওয়া যায়। ' সেখানে এও বলা হয়, '২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ইজরায়েল গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই ফিলিস্তানি কারণে ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। তাই মোদীর ইজরায়েল সফর ছিল তাৎপর্যপূর্ণ। মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের সময়ই ইজরায়েল ভারতের কাছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনির অস্ত্রও গোয়েন্দা সামগ্রীর একটি প্যাকেজ বিক্রি করেছিল। অন্যতম পেগাসাস নামক ওই সফটওয়্যার। মোদীর সফরের কয়েক মাস পরেই নেতানুয়াহু ভারত সফর করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালে ভারত রাষ্ট্রসংঘে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে ফিলিস্তানি ইস্যুতে ইজরায়েলকেই সমর্থন জানিয়ে ভোট দিয়েছিল'

ওই প্রতিবেদনকে হাতিয়ার করেছেন রাহুল গান্ধী। যা খুবই স্বাভাবিক। তিনি বলেছেন, 'মোদী সরকার প্রাথমিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ ও জনসাধারণের ওপর গোয়েন্দাগিরি করার জন্য পেগাসাস কিনেছিল। সরকারি কর্মকর্তা, বিরোধী নেতা, সশস্ত্র বাহিনী, বিচারবিভাগ- সকলকেই ফোন ট্যাপিং-এর মাধ্যমে টার্গেট করা হয়েছিল। এটি রাষ্ট্রদ্রোহে সামিল'।

English summary
vk singh calles new york time a supari media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X