For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৩ দিনের মধ্যে ৪৪ জন বিচারকের নামের তালিকা পাঠানো হবে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

কলেজিয়ামের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কড়া মনোভাবের কাছে নমনীয় হল কেন্দ্রীয় সরকার। কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সময়সীমা মেনে চলতে সম্মত হয়েছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

কলেজিয়ামের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কড়া মনোভাবের কাছে নমনীয় হল কেন্দ্রীয় সরকার। কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সময়সীমা মেনে চলতে সম্মত হয়েছে সরকার।

শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের জন্য পাঁচ বিচারপতির সুপারিশ, হাইকোর্টের তিনজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নিয়োগের সুপারিশের ক্ষেত্রে দ্রুত বিবেচনার আশ্বাস কেন্দ্র দিয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

 নরম হল কেন্দ্রীয় সরকার

নরম হল কেন্দ্রীয় সরকার

আজ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে কেন্দ্রের আশ্বাস উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য কলেজিয়ামের সুপারিশ অনুমোদনের জন্য শীর্ষ আদালতের দ্বারা নির্ধারিত সময়সীমা মেনে চলা হবে। কেন্দ্রের তরফে অ্যাণ্টনি জেনারেল সওয়ালে জানান, সরকারের কাছে এখনও পর্যন্ত ১০৪ জনের সুপারিশের মধ্যে থেকে ৪৪ জনকে বেছে নেওয়া হবে। আর তা আগামী তিনদিনের মধ্যে সুপ্রিম কোর্টকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জন্য সুপারিশকৃত পাঁচটি নামের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন অ্যান্টনি জেনারেল।

কলেজিয়াম ব্যবস্থা, দেশের আইন এবং কেন্দ্র

কলেজিয়াম ব্যবস্থা, দেশের আইন এবং কেন্দ্র

গত শুনানিতে আদালতের তোপের মুখে পড়ে কেন্দ্র। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, কলেজিয়াম ব্যবস্থা হল দেশের আইন। কেন্দ্রকেও তা মেনে চলতে হবে বলেও জানানো হয়। কলেজিয়াম প্রথার বিরুদ্ধে উপ রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রীর মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। কলেজিয়ামের বিরুদ্ধে মন্তব্য ভালভাবে যে নেওয়া হয়নি তা বুঝিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বেঞ্চ সরকারি আধিকারিকদের নিয়ন্ত্রণে থাকার জন্যেও অ্যান্টনি জেনারেলকে বার্তা দেয়।

ফের একবার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট

ফের একবার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারকে ফের একবার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষণে আদালত জানায়, এটি দেশের আইন। এর পালন করতেই হবে। আইনসভা চাইলে নতুন আইন আনতে পারে বলেও মন্তব্য সুপ্রিম কোর্ট। তবে এটি একটা প্রনালি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই বিচারপতি বলেন, আমি এক বছরের জন্যে সিস্টেমের বাইরে থাকতে পারি। তবে আমার উদ্বেগ হল আমরা এমন একটি সিস্টেম তৈরি করছি যেখানে কিনা মেধাবীরা আসা এড়িয়ে যাচ্ছেন। একই সঙ্গে কলেজিয়াম নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন বিচারপতি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

'বিদেশি ব্যবস্থা' বলে উল্লেখ করেছিলেন কিরণ রিজিজু

'বিদেশি ব্যবস্থা' বলে উল্লেখ করেছিলেন কিরণ রিজিজু

বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক নিয়োগে কলোজিয়াম পদ্ধতির সমালোচনা করে ছিলেন। ভারতের জন্য এটি 'বিদেশি ব্যবস্থা' বলে উল্লেখ করেন। তিনি বলেন, কেন্দ্রকে কলোজিয়াম দ্বারা সুপারিশ করা নামের মধ্যে মনোনীত করতে হবে। কিন্তু সব সময় কলোজিয়াম আশা করতে পারে না, তাদের সমস্ত আবেদনে কেন্দ্র স্বাক্ষর করবে। তিনি অভিযোগ করেন, কলোজিয়ামে একাধিক ত্রুটি রয়েছে। কলোজিয়ামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলোজিয়াম যা আবেদন করবে, তাতে কেন্দ্র স্বাক্ষর করতে বাধ্য নয়। তার থেকে ভালো কলোজিয়ামই বিচারক নির্নয় করুক। তারাই বিচারব্যবস্থা চালাক।

আসছে অঞ্জন দত্তের 'রিভলবার রহস্য’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন ট্রেলার আসছে অঞ্জন দত্তের 'রিভলবার রহস্য’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন ট্রেলার

English summary
Central government told supreme Court that name of 44 judges will be sent within 3 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X