For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইক চালাতে এবার যে নিয়ম মানা আবশ্যক, পিছনের যাত্রীকে দেখেই ব্যবস্থা

কেন্দ্রীয় সরকার বাইক আরোহীদের জন্য নতুন গাইডলাইন জারি করেছে। যে সমস্ত মোটরবাইক আরোহী শাড়ি পরে বাইক চড়েন, সোই মোটরবাইকে ‘শাড়ি গার্ড' আবশ্যক।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকার বাইক আরোহীদের জন্য নতুন গাইডলাইন জারি করেছে। যে সমস্ত মোটরবাইক আরোহী শাড়ি পরে বাইক চড়েন, সোই মোটরবাইকে 'শাড়ি গার্ড' আবশ্যক। পিছনের চাকায় সুরক্ষামূলক ডিভাইস লাগাতে হবে। এবং হ্যান্ডহোল্ড এবং পাদানির ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

বাইক চালাতে এবার যে নিয়ম মানা আবশ্যক, কেন্দ্রের গাইডলাইন

কেন্দ্রীয় মোটর যানবাহন আইন ২০২০-র সপ্তম সংশোধনে এই নিয়মাবলী রাখা হয়েছে। কেন্দ্রীয় মোটর যানবাহন বিধিমালা ১৯৮৯ সংশোধন করে সম্প্রতি একটি গেজেট পাস করা হয়। সেই নিয়মেই দুর্ঘটনা রুখতে এই বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আইন মেনে চলা বাধ্যতামূলক।

দ্বি-চাকার জন্য নতুন নির্দেশিকা:

  • সংশোধিত নিয়ম অনুসারে, দ্বি-চাকার গাড়ি নির্মাতাদের চাকার পাশে শাড়ি গার্ড লাগাতে হবে। ড্রাইভারের আসনের পিছনে হ্যান্ডহোল্ড ব্যবস্থা করতে হবে। এখন অবধি বেশিরভাগ বাইকের এই সুবিধা ছিল না।
  • গাড়ির চাকার দুপাশে গার্ড লাগিয়ে পিছনে বসা ব্যক্তির জামাকাপড় জড়িয়ে পড়া রোধ করার জন্যই এই ব্যবস্থা। পিছনের চক্রের অর্ধেক অংশে এই সুরক্ষা ডিভাইস লাগাতে হবে।
  • এর পাশাপাশি বাইকে লাইট কন্টেনার রাখার জন্যও মন্ত্রণালয় নির্দেশিকা জারি করেছে। এই ধারকটির দৈর্ঘ্য ৫৫০ মিমি, প্রস্থ ৫১০ মিমি এবং উচ্চতা ৫০০ মিমি অতিক্রম করা উচিত নয়।
  • বাইকের পিছনে যদি ধারকটি রাখা হয় তবে কেবল চালককেই অনুমোদন দেওয়া হবে। অন্য কোনও ব্যক্তি সেই বাইকে বসতে পারবেন না। সরকার সময়ে সময়ে এই বিধিগুলি পরিবর্তন করবে।
  • সরকার টায়ার সম্পর্কিত নতুন নির্দেশিকাও জারি করে। এর আওতায় সর্বাধিক সাড়ে ৩ টন ওজনের যানবাহনের জন্য একটি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের পরামর্শ দেওয়া হয়েছে। এই সিস্টেমে সেন্সরের মাধ্যমে চালক গাড়ির টায়ারে বাতাসের অবস্থা সম্পর্কে তথ্য পাবেন। এর সাথে মন্ত্রক টায়ার মেরামতের কিটগুলিরও সুপারিশ করেছে। এটি প্রবর্তনের ফলে গাড়ির অতিরিক্ত টায়ারের প্রয়োজন হবে না।
English summary
Central government has issued new guidelines for riding two wheelers making it mandatory for all motorbikes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X