For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওলা, উবারের সার্জ চার্জ নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের! কতটা কমতে পারে ভাড়া ?

ওলা, উবারের সার্জ চার্জ নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের! কতটা কমতে পারে ভাড়া ?

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টি হোক বা যানজট, সুযোগ পেলেই সার্জ চার্জ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শহরে অ্যাপ ক্যাব সংস্থাগুলির জুড় মেলা ভার। এমনকী দিনের ব্যস্ত সময়ে মাঝে মাঝে এমন ভাড়া হাঁকতে দেখা যায় এই দুই সংস্থাকে যা রীতিমতো মধ্যবিত্তের নাগালের বাইরে। যা নিয়ে দীর্ঘদিন থেকেই ক্ষোভ বাড়ছিল যাত্রীদের মধ্যে এমতাবস্তায় ওলা-উবারের মতো অ্যাপ ভিত্তি ট্যাক্সি পরিষেবার জন্য শুক্রবার কড়া বিধিনিষেধ নিয়ে এল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক।যার ফলে আগামী ওলা-উবারের ভাড়ায় বেশ কিছুটা পারাপতন দেখতে পাওয়া যাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

ওলা, উবারের সার্জ চার্জ নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের! কতটা কমতে পারে ভাড়া ?

নয়া নির্দেশিকায় বলা হয়েছে এককালীন ভ্রমণের সময় যা ভাড়া হয় সেখান থেকেই ৮০ শতাংশই দিতে হবে গাড়ির চালককে। সেখান থেকে শুধুমাত্র ২০ শতাংশ কমিশন নিতে পারবে ওলা-উবার। যদিও এর আগে এই কমিশন ১০ শতাংশের গণ্ডিতে বেঁধে রাখার বিষয়েও কথা হচ্ছিল বলে জানা যায়। কিন্তু একাধিক দেশে এই নয়া নিয়মের জেরে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে অ্যাপ ক্যাব সংস্থাগুলি।

অন্যদিকে কমিশনের পাশাপাশি সার্জ চার্জের ক্ষেত্রেও বড়সড় নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেখানে স্পষ্টতই বলা হয়েছে অত্যন্ত সময়েও বেস ফেয়ারের থেকে মাত্র ১.৫ গুণ বেশি ভাড়া হাঁকতে পারবে ক্যাব সংস্থাগুলি। এর আগেও তাদের কেন্দ্রের তরফে একাধিকবার সার্জ চার্জ কমানোর বিষয়ে কড়া বার্তা দেওয়া হলেও তাতে বিশেষ কাজ হয়নি। ওয়াকিবহাল মহলের মতে কথায় কাজ না হওয়াতেই এবার সার্জ চার্জের সীমারেখা বেঁধে দিল কেন্দ্র।পাশাপাশি সমস্ত ট্যাক্সি ড্রাইভারদের জীবন বিমা নিশ্চিত করতেও ক্যাব সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি কোনও ড্রাইভারকেই ১২ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না বলেও জানানো হয়েছে।

শেষ পর্যন্ত মাথা নত কেন্দ্রের? চাপের মুখে কৃষকদের কোন বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর শেষ পর্যন্ত মাথা নত কেন্দ্রের? চাপের মুখে কৃষকদের কোন বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

English summary
central government has fixed a surge pricing for the rent of olauber how much can the taxi fare be reduced
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X