For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে খুশির খবর, কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্র

পুজোর মুখে আরও একটা সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল শ্রমমন্ত্রক।

  • |
Google Oneindia Bengali News

পুজোর মুখে আরও একটা সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল শ্রমমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন, অবসরপ্রাপ্তদের কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের তহবিলে সুদের টাকা জমা দেওয়া হবে। এর ফলে দেশের প্রায় ছয় কোটি ইপিএফ উপভোক্তা বিশেষ সুবিধা পাবেন।

সুদের হার ধার্য করা হয়েছে ৮.৬৫ শতাংশ

সুদের হার ধার্য করা হয়েছে ৮.৬৫ শতাংশ

কর্মচারীরা গতবারের থেকে বেশি সুদ পাবেন এবার। এবছরের জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৮.৬৫ শতাংশ। গতবছর এই সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী নতুন সুদের হার ২০১৮-১৯ সালের জন্য প্রযোজ্য। সুদের হার নিয়ে শ্রমমন্ত্রক এবং অর্থমন্ত্রকের মধ্যে আলোচনা হয়।

ইপিএফে সুদের হার নিয়ে শ্রম মন্ত্রকের দাবি

ইপিএফে সুদের হার নিয়ে শ্রম মন্ত্রকের দাবি

প্রথমে অর্থমন্ত্রী এই সুদ দেওয়ার বিরোধী ছিলেন। পরে শ্রমমন্ত্রী তাঁকে জানান, ইপিএফও-র হাতে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়ার জন্য বাড়তি অর্থ রয়েছে। উল্লেখ্য, ইপিএফ-এর সুদের হার ঠিক করেন সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস। এই বছরের ফেব্রুয়ারিতে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিসের বৈঠকে ৮.৬৫ শতাংশ করে সুদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

যে কোনও প্রকল্পের সুদের হারের থেকে বেশি

যে কোনও প্রকল্পের সুদের হারের থেকে বেশি

কিন্তু সেই সময় অর্থমন্ত্রক ইপিএফওকে জানায় সুদের হার ১০ বেসিস পয়েন্ট কম করার জন্য। এর ফলে দুই মন্ত্রকের বিরোধে সরকারের তরফ থেকে নির্দিষ্ট সময়ে সুদের হার ঘোষণা করা হয়নি। আর সদস্যদেরও সুদ পেতে দেরি হয় প্রায় ৫ মাস। ইপিএফ-এর সুদের হার সরকারি যে কোনও প্রকল্পের সুদের হারের থেকে বেশি।

English summary
Central government approves 8.65 per cent interest rate on Employees Provident Fund for 2018-19. The interest will be credited to the accounts of more than 6 crore subscribers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X