For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি বিদ্বজ্জনদের! একাধিক সামাজিক বিষয়ের উল্লেখ করে ব্যবস্থার আর্জি

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেশের বিভিন্ন ক্ষেত্রের বিদ্বজ্জনেদের। চিঠিতে জয় শ্রীরাম এবং গণপিটুনির মতো ঘটনার উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাধিক সামাজিক বিষয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেশের বিভিন্ন ক্ষেত্রের বিদ্বজ্জনেদের। চিঠিতে জয় শ্রীরাম এবং গণপিটুনির মতো ঘটনার উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাধিক সামাজিক বিষয়ের কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে। চিঠি সই করেছেন অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অদূর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগালের মতো ব্যক্তিরা।

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি বিদ্বজ্জনেদের! একাধিক সামাজিক বিষয়ের উল্লেখ করে ব্যবস্থার আর্জি

সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীদের খোলা চিঠি প্রধানমন্ত্রীকে। চিঠিতে মুসলিম, দলিত এবং অন্য সংখ্যালঘুদের ওপর গণপ্রহারের যে ঘটনা ঘটছে তার উল্লেখ করা হয়েছে। এছাড়াও জয় শ্রীরাম যে উত্তেজনাকর শব্দ হয়ে উঠেছে তারও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

রামের নামে স্লোগান বন্ধের আবেদন জানানো হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০০৯ থেকে ২৯ অক্টোবর, ২০১৮ পর্যন্ত ২৫৪টি ধর্মীয় পরিচয় ভিত্তিক অপরাধের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে শুধু দলিতদের ওপরেই হামলার ৮৪০ টি ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।

চিঠিতে সই করা বিনয়ক সেন, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ কারও কারও ওপর দেশ বিরোধী কিংবা শহুরে মাওবাদী তকমা চাপিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

English summary
Celebrities from different parts of the society write to PM against lynching cases and Jai Shri Ram.Social activists, filmmakers and artists signed in this open letter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X