পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি, সিলিং ফ্যান পড়ে মুখে আঘাত লাগল দশম শ্রেণীর ছাত্রীর
পরীক্ষা দিতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ল এক দশম শ্রেণীর পড়ুয়া। ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশে। সোমবার রাজ্যের শ্রী সত্য সাই জেলার এক স্থানীয় স্কুলে দশম শ্রেণীর পড়ুয়া যখন পরীক্ষা দিচ্ছিল সেই সময় তার ওপর সিলিং ফ্যান পড়ে যায়। যার ফলে তার মুখে গুরুতর আঘাত হয়। ওই ছাত্রীকে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর সে আবার পরীক্ষায় বসে।

স্কুলের প্রিন্সিপ্যাল এ প্রসঙ্গে জানান, পরীক্ষার দু’দিন আগেই শ্রেণীকক্ষগুলির রক্ষণা–বেক্ষণ করা হয়। তিনি বলেন, 'এটা দুর্ভাগ্যজনক ঘটনা। একটি সঠিক ইনস্টলেশন এবং পুঙ্খানুপুঙ্খ রক্ষণাবেক্ষণ আবার করা হবে।’ প্রসঙ্গত, এ আগে ২৮ এপ্রিল কুর্নুলের গোনেগাদলার উর্দু স্কুলে মণ্ডল পরিষদের ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে ২ জন পড়ুয়া আহত হয়েছিল।
অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, শিশুদের করোনা টিকা নিয়ে সিদ্ধান্ত নেবে নীতি আয়োগ
এই ঘটনা বিরোধীদের সরকারের বিরুদ্ধে সরব হওয়ার সুযোগ দেয়। তারা ওয়াইএস জগন মোহন রেড্ডি পরিচালিত ওয়াইএসআর কংগ্রেস দলকে সরকারি স্কুলের দুর্বল পরিকাঠামোর জন্য দায়ি করেন। প্রসঙ্গত, সরকারি স্কুলগুলির পরিকাঠামো সত্যিই বড় করুণ অবস্থায় দাঁড়িয়ে। কেন্দ্র সরকার যথাসাধ্য চেষ্টা করছে প্রত্যেক রাজ্যে সরকারি স্কুলের মান যাতে একটু হলেও বৃদ্ধি করা যায়। ইতিমধ্যেই স্কুল পড়ুয়াদের জন্য ভালো মানের চাল সরবরাহ করা হচ্ছে, যাতে মিড মে মিলে খাবারের গুণগত মান বাড়ে।
