For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী শিক্ষাবর্ষ থেকে সিবিএসই স্কুলে পড়া যাবে আইন, থিয়েটার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

স্কুল
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি: আরও যুগোপযোগী হচ্ছে সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়া যাবে আইন, থিয়েটার ইত্যাদি বিষয়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকেই এগুলি চালু হতে চলেছে।

সিবিএসই সূত্রে বলা হয়েছে, গত শিক্ষাবর্ষে নির্দিষ্ট কিছু স্কুলে এই বিষয়গুলি পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হয়েছিল। ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে এবার সারা দেশেই চালু করা হচ্ছে। এর ফলে আরও বাস্তবমুখী হবে পড়ুয়ারা।

শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, এখন অনেক পড়ুয়া ছোটো থেকে স্বপ্ন দেখছে আইনজীবী, বিচারক হওয়ার। তাই স্কুলে পড়তে পড়তে তারা প্রস্তুতি নেয় আইন পড়ার। অথচ স্কুলের পাঠ্যক্রমে এতদিন আইন বিষয়টি ছিল না। সিবিএসই-র দাবি, দ্বাদশ শ্রেণীর পর যারা এলএলবি প্রবেশিকা পরীক্ষা বসবে, তাদের উপকারে লাগবে আইনের প্রাথমিক জ্ঞান। ঐচ্ছিক বিষয় হিসাবে তাই একাদশ শ্রেণী থেকে পড়া যাবে আইন।

আইন বিষয়ে পড়ানো হবে ভারতের সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের প্রাথমিক রূপরেখা, দেশের বিচার ব্যবস্থা, পারিবারিক আইন, আন্তর্জাতিক আইন, জেনেভা কনভেনশন ইত্যাদি।

পাশাপাশি, থিয়েটারও ঐচ্ছিক বিষয় হিসাবে পড়ানো হবে। সিবিএসই কর্তা বিনীত যোশী জানান, পড়ুয়াদের অনেকের অভিনয়ের দিকে ঝোঁক। বিভিন্ন স্কুল দাবি জানিয়েছিল, এটি সিলেবাসে ঢোকানো হোক। সেই দাবি মেনে থিয়েটারকে রাখা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে। বিশ্বস্ত সূত্রে খবর, জেন্ডার স্টাডিজ-ও ঢুকছে সিলেবাসে। যারা ভবিষ্যতে মেয়েদের সমস্যা নিয়ে হাতে-কলমে কাজ করতে চায়, তারা উপকৃত হবে এই বিষয়টি পড়লে। স্কুলগুলিকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সিবিএসই।

English summary
CBSE to incorporate Law, Theatre in higher secondary level from 2014-15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X