For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই বনাম কলকাতা পুলিশ - মামলার শুনানি আগামিকাল, গঠিত ৩ বিচারকের বেঞ্চ

কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই-এর মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্ট ভারতের মুখ্য় বিচারক রঞ্জন গগৈ-য়ের নেতৃত্বে ৩ বিচারকের এক বেঞ্চ গঠন করেছে। এই বেঞ্চই মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সিবিআই-এর আবেদন শুনবে।

  • |
Google Oneindia Bengali News

সোমবার (৪ ফেব্রুয়ারি), কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগের মামলার শুনানি একদিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই শুনানির জন্য ভারতের মুখ্য বিচারক রঞ্জন গগৈ-য়ের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খান্না।

সিবিআই বনাম পুলিশ, শুনানি আগামিকাল

এদিন আদালতে সিবিআই-এর পক্ষ থেকে এই বিষয়ে দুটি অভিযোগ করা হয়েছে - প্রথমত, কলকাতার নগরপালের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করা হয়েছে। দ্বিতীয়ত অভিযোগ, কলকাতার নগরপাল শীর্ষ আদালতকে অবমাননা করেছেন।

সোমবার, কেন্দ্রীয় সংস্থাটির পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতে জানান পশ্চিমবঙ্গে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চকর্তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে একসঙ্গে ধরনায় বসেছেন। আর এই জন্যই এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

সলিসিটর জেনারেল আদালতে জানান, রবিবার সারদা মামলার প্রমাণ সংহগ্রহের জন্য নগরপালের অফিসে গেলে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের কর্তাদের হেনস্থা করে। এমনকী সিবিআই-এর কলকাতার যুগ্ম অধিকর্তা ও তাঁপ পরিবারকে কার্যত পণবন্দী করে রাখে পুলিশ - এই অভিযোগও করা হয়েছে। সেই সঙ্গে সিবিআই-এর অফিস সিজিও কমপ্লেক্সও ঘেরাও করা হয়।

এই মামলায় আদালতের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর আশঙ্কা যত সময় যাবে কলকাতার নগরপাল আরও প্রমাণ লোপাট করে দেবেন। জানানো হয়, বার বার ডাকা সত্ত্বেও তিনি তদন্তারীদের সামনে হাজির হননি।

সিবিআই-এর অভিযোগ গ্রহণ করে ৩ বিচারপতির বেঞ্চ জানায়, মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। সেই সঙ্গে জানানো হয়, নগরপালের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণিত হলে তাঁকে কড়া শাস্তি পেতে হবে।

English summary
Supreme Court have formed a 3 judges bench lead by CJI Ranjan Gogoi, which will hear the CBI plea against Kolkata Police on Tuesday (5 Feb).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X