For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন সরানো হয়েছে অলোক বর্মাকে, সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জবাবদিহি কেন্দ্রের

সিবিআইয়ের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করে দুজনকেই সরিয়ে দিয়েছে। সিবিআই বনাম সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে এমনই সাফাই পেশ করল কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

সিবিআইয়ের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করে দুজনকেই সরিয়ে দিয়েছে। সিবিআই বনাম সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে এমনই সাফাই পেশ করল কেন্দ্র সরকার।

সিবিআই মামলায় অলোক বর্মাকে সরানো নিয়ে সাফাই কেন্দ্রের

কেন্দ্রের হয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল জানিয়েছেন, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা ও ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানার লড়াই এক অভূতপূর্ব অবস্থা তৈরি করেছিল। যার ফলে কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হয়েছে। দুই অফিসারই বিড়ালের মতো একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। জনসমক্ষে মতামত দিতে শুরু করেছিলেন, যার ফলে কেন্দ্রকে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে বলে আদালতে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল।

বিচারপতি এসকে কউল ও কেএম জোসেফের বেঞ্চে মামলা উঠেছিল। তাতে কেন্দ্রের হয়ে সাফাই গেয়ে বেণুগোপাল বলেন, জনমানসে যাতে সিবিআইয়ের ওপরে আস্থা অটুট থাকে, সেটা নিশ্চিত করাই কেন্দ্রের একমাত্র উদ্দেশ্য ছিল। সব দেখেশুনে অলোক বর্মাকে পদ থেকে সরানো হয়েছে।

আদালতে কেন্দ্র জানিয়েছে, সিবিআই ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তাতে বদলি বা অন্য কোনও শাস্তি আরোপ করা হয়নি। শুধুমাত্র তাঁর কাজকর্ম আটকানো হয়েছে।

প্রসঙ্গত, অলোক বর্মা ও রাকেশ আস্থানা, সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। রাকেশ আস্থানার বিরুদ্ধে মামলা শুরু করেন অলোক বর্মা। এদিকে আস্থানা পাল্টা বর্মার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সরব হন। পরে কেন্দ্র দুজনকেই পদ থেকে সরিয়ে দিয়ে নাগেশ্বর রাওকে অন্তর্বর্তী সিবিআই ডিরেক্টর করে আনে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আলোক বর্মা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত শুনানি চালাচ্ছে।

English summary
CBI vs CBI: Alok Verma-Rakesh Asthana fight had created unprecedented situation, Centre tells SC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X