For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিনা বোরা হত্যাকাণ্ড : দায় এড়িয়ে তদন্তভার সিবিআইকে দিল মহারাষ্ট্র সরকার

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৮ সেপ্টেম্বর : শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে আর বিতর্ক চাইছে না মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশের সরকার। আর সেজন্যই তড়িঘড়ি কেন্দ্রের কাছে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য সুপারিশ গেল সরকারের পক্ষ থেকে। [নতুন পুলিশ কমিশনারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পিটার-ইন্দ্রাণীর!]

মহারাষ্ট্র সরকারের মতে, রাকেশ মারিয়া নিয়মমাফিক পুলিশ কমিশনার পদ থেকে সরে ডিআইজি পদে চলে যাওয়ার পর থেকে সংবাদমাধ্যমের একাংশ এর পরের তদন্তের গতিপ্রকৃতি কি হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। ভুল ব্যাখ্যা করা হয়। [শিনা খুনের আসল কারণ]

শিনা বোরা হত্যাকাণ্ড : দায় এড়াতে তদন্তভার সিবিআইকে

ফলে সরকারের যাতে কোনওভাবে মান ক্ষুণ্ণ না হয়, সেকথা মাথায় রেখেই সমস্ত বিতর্কে জল ঢালতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাইছে রাজ্য সরকার। [শিনা বোরা হত্যাকাণ্ড : বড় মাথা টানতে গিয়ে সরলেন মারিয়া?]

সিবিআই তদন্তভার নিয়ে নিলেই এতদিন পর্যন্ত এই মামলার সমস্ত অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিবিআই আধিকারিকদের দিয়ে দেওয়া হবে। ফলে আগামী দিনে এই মামলায় আর নিজেদের জড়াতে চাইছে না সরকার। [শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা : ইন্দ্রাণীর চরিত্রে রাখী সাওয়ন্ত!]

তবে কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, রাকেশ মারিয়াকে সরানো নিয়ে এমনিতেই ঘেঁটে ছিল ফড়নবীশের সরকার। তার উপরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে সদ্য দায়িত্বপ্রাপ্ত আহমেদ জাভেদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী ও তার স্বামী পিটারের।

সেজন্যই তড়িঘড়ি রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে নিয়ে সিবিআইকে এই মামলার তদন্তভার দিয়ে দেওয়া হল কিনা সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

English summary
CBI to investigate in Sheena Bora Murder Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X