For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু যাদব ও তেজস্বীকে সমন সিবিআই-এর, এবার কোন মামলায় বিপাকে আরজেডি সুপ্রিমো

আইআরসিটিসির হোটেল কেলেঙ্কারিতে এভার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠাল সিবিআই।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আইআরসিটিসির হোটেল কেলেঙ্কারিতে এবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠাল সিবিআই। আগামী সপ্তাহেই তাঁদের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন তেজস্বী। এই মামলায় গত ৫ই জুলাই এফআইআর দায়ের করে সিবিআই। পৃথকভাবে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।

লালু যাদব ও তেজস্বীকে সমন সিবিআই-এর, এবার কোন মামলায় বিপাকে আরজেডি সুপ্রিমো

রেলমন্ত্রী থাকাকালীন ৩২ কোটি টাকা মূল্যের একটি তিন একরের জমি মাত্র ৫৪ লক্ষ টাকায় পেয়েছিলেন আরজেডি সাংসদ লালু প্রসাদ যাদব। তার বদলে বেআইনিভাবে রেলের দুটি হোটেলের রক্ষণাবেক্ষণের জন্য একটি বেসরকারি সংস্থারকে তিনি টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে শুক্রবার অভিযোগ করেছে সিবিআই। ইতিমধ্যেই দুর্নীতি দমন আইনে গত ৫ই জুলাই তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সিবিআই।

সিবিআই-এর অভিযোগ, ২০০৪ থেকে ২০১৪-র মধ্যে ষড়যন্ত্র করে পুরী ও রাঁচিতে রেলের দুটি হোটেলেকে আইআরসিটির হাতে তুলে দেওয়া হয়। এরপরই ওই দুটি হোটেলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয় সুজাতা হোটেলসের হাতে। টেন্ডারে কারচুপি করেই এই হোটেল গোষ্ঠীকে সুবিধে পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাকেশ আস্থানা। পরিবর্তে পাটনায় ডিলাইট মার্কেটিং প্রাইভেট লিমিটেডের নামে তিন একর জমির প্লটের রেজিস্ট্রেশন হয়। এই সংস্থাটি লালুপ্রসাদের ঘনিষ্ঠ সরলা গুপ্তার বলে জানা গিয়েছে। এরপর ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে এই জমিটি ফের লারা প্রোজেক্টসের নামে রেজিস্ট্রশন হয়। এই সংস্থাটি লালুর পরিবারের বলেই জানিয়েছে সিবিআই। সেসময়ে ওই জমির সরকারি দাম ছিল ৩২ কোটি টাকা। কিন্তু লারা প্রোজেক্টসকে ওই জমি দেওয়া হয় মাত্র ৫৪ লক্ষ টাকা।

English summary
Lalu Yadav and his son Tejashwi Yadav summoned by CBI next week in IRCTC hotel scam, Lalu during rail minister allegedly handed over maintenance of two IRCTC hotels to private company illegaly,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X