For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপ ছাড়তে চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! মণীশ সিসোদিয়ার দাবি উড়িয়ে বার্তা CBI -এর

সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া নয়ঘন্টার সিবিআই জিজ্ঞাসাবাদের মোকাবিলা করে বেরিয়েছেন। আর বেরিয়ে এসেই তিনি আভিযোগ করেছেন, সিবিআই তাঁকে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছে। যদিও সিবিআই-এর তরফে স

  • |
Google Oneindia Bengali News

সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া নয়ঘন্টার সিবিআই জিজ্ঞাসাবাদের মোকাবিলা করে বেরিয়েছেন। আর বেরিয়ে এসেই তিনি আভিযোগ করেছেন, সিবিআই তাঁকে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছে। যদিও সিবিআই-এর তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

মণীশ সিসোদিয়ার অভিযোগ

নয় ঘন্টার জিজ্ঞাসাবাদ সামলে বেরনোর পরে মণীশ সিসোদিয়া অভিযোগ করেছিলেন, তাঁকে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁর দাবি তাঁকে সিএম পদের প্রস্তাব দিয়ে বলা হয়েছে, না হলে জেলে যেতে হবে।
আপ নেতার আরও দাবি, আবগারি নীতি নিয়ে মামলাটি জাল মামলা। এর পিছনে রয়েছে বিজেপি। দিল্লিতে অপারেশন লোটাস সফর করতে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁর আরও অভিযোগ দিল্লির সরকার ফেলতে বিজেপির প্রয়োজন ৪০ জন বিধায়করে। যার জন্য তারা ৪০০ কোটি পর্যন্ত খরচ করতে চায়।

অভিযোগ অস্বীকার সিবিআই-এর

অভিযোগ অস্বীকার সিবিআই-এর

দিল্লির আবগারি নীতি নিয়ে অভিযোগ দায়েরের পরে মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। আপ নেতার অভিযোগের পরে ওইদিন গভীর রাতে জারি করা এক বিবৃতিতে সিবিআই-এর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে এফআইআরএ- ওঠা অভিযোগের ভিত্তিতে পেশাদার ও আইনি পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করেছে তারা।
পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই অভিযোগ যাচাই করে দেখা হবে এবং তদন্তের প্রয়োজনীয়তা অনুযায়ী পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মামলার তদন্ত আইন অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে সিবিআই-এর তরফে।

সন্তুষ্ট নয় সিবিআই

সন্তুষ্ট নয় সিবিআই

সূত্রের খবর অনুযায়ী, আবগারি নীতি নিয়ে মণীশ সিসোদিয়ার উত্তরে সন্তষ্ট নয় সিবিআই। সূত্রের খবর অনুযায়ী আপ নেতাকে বিজয় নায়ারের সঙ্গে সম্পর্ক নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। যাঁকে এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল।
মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের সময় আবগারি নীতির কারণে সরকারি কোষাগারে ক্ষতি এবং নীতি প্রণয়নে মদ কোম্পানির মালিকদের জড়িত থাকার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

সিসোদিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা

দিল্লির আবগারি নীতি নিয়ে গত নভেম্বরে অভিযোগ ওঠে। মদের দোকানের লাইসেন্সের মাধ্যমে ঘুষের লেনদেনের অভিযোগ ওঠে। এই মামলায় মণীশ সিসোদিয়া এবং অন্য ১৪ জনের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। দুর্নীতি ও অবৈধ উপায়ে ব্যক্তিগত প্রভাব বিস্তার করে সরকারি কর্মীদের প্রভাবিত করার অভিযোগও ওঠে।
অন্যদিকে আপের তরফে এই মামলাকে গুজরাতের নির্বাচনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আপের দাবি, গুজরাতের বিধানসভা নির্বাচনের পল নিয়ে ভীত বিজেপি সিসোদিয়া প্রচারে বাধা দিতে চায়। আপের অভিযোগ, বিজেপি সিবিআই-ইডিকে দিয়ে গুজরাত নির্বাচন পর্যন্ত মণীশ সিসোদিয়াকে জেলে রাখতে চায়। সাম্প্রতিক সময়ে দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়াকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

English summary
CBI rejects Manish Sisodia's claim on pressure him to leave AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X