For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক থেকে কি চুরি গিয়েছে ভারতীয়দের তথ্য, তদন্ত করবে সিবিআই

ভারতীয়দের তথ্যচুরির অভিযোগ অস্বীকার করেছে কেমব্রিজ অ্যানালিটিকা। ফেসবুক কিন্তু অন্য কথাই বলছে। তাই তদন্ত করতে চায় কেন্দ্র।

Google Oneindia Bengali News

তথ্য চুরির মামলায় কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে. বৃহস্পতিবার একথা জানান, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন লোকভায় তিনি জানান, কেমব্রিজ অ্যানালিটিকা ভারতীয়দের তথ্যচুরির কথা অস্বীকার করেছে, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে অন্য কথাই জানিয়েছিল। তাই তদন্ত করার ভার দেওয়া হয়েছে সিবিআইকে।

লোকসভায় উঠল ডিজিটাল তথ্যচুরির প্রসঙ্গ

এর সঙ্গে গত মার্চ মাসে এই বিষয়ে ফেসবুক কর্তৃরক্ষকে একটি নোটিশও দিয়েছে সরকার। রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, সেই ফেসবুক কর্তৃপক্ষ সেই নোটিশের জবাবে বলেছে, ব্যাক্তিগত তথ্য চুরি আটকাতে তারা তাদের ইন্টারনাল প্রসেসে পরিবর্তন আনবে। সেই সঙ্গে এরকম ঘটনার যাতে আর না ঘটে সেই লক্ষ্যেও বেশকিছু পদক্ষেপ নেবে ফেসবুক।

কেমপ্রিজ অ্যানালিটিকা একটি পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা। ২০১৭ সালে এই সংস্থার বিরুদ্ধে ফেসবুক থেকে ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ উঠেছিল। জানা গিয়েছিল ফেসবুক থেকে প্রায় ৬ কোটি ৭০ লক্ষ ব্যবহারকারীর তথ্য তুরি করে তারা ২০১৬ সালের মার্কিন যুক্ররাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড চ্রাম্পকে জিততে সাহায্য করেছিল।

সেই খবর জানার পরই গোটা বিশ্বের সঙ্গে ভারতেও আলোড়ন পড়ে গিয়েছিল। একে ভারতে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। তার উপর ডিজিটাল ল' বিশেষজ্ঞদের মতে ভারতে তথ্যচুরি সংক্রান্ত আইনটি সবচেয়ে দুর্বল। সেসময় বিজেপি অভিযোগ করেছিল কেমব্রিজ অ্যানালিটিকার অন্যতনম ক্লায়েন্ট জাতীয় কংগ্রেস। স্বাভাবিক ভাবেই কংগ্রেস সেই দাবি নস্যাত করে। এবার সিবিআই তদন্তে কি তথ্য উঠে আসে সেটাই দেখার।

English summary
Cambridge Analytica denied the allegations of the data breach of Indians. But Facebook is saying something else. So the center wants to investigate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X