For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিলংয়ে জেরা রাজীবকে, মাঙ্কি টুপি পরে কে ঢুকলেন সিবিআই অফিসে, জোর চাঞ্চল্য

পরপর চারদিন জেরার মুখে পড়লেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

  • |
Google Oneindia Bengali News

পরপর চারদিন জেরার মুখে পড়লেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সেই বয়ান রেকর্ডের প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। কয়েকশো প্রশ্ন একসঙ্গে করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু প্রশ্নের জবাবে অসঙ্গতি মনে করায় সিবিআই ফের তা জিজ্ঞাসাবাদ করে কথোপকথন রেকর্ড করছে।

শিলংয়ে জেরা রাজীবকে, মাঙ্কি টুপি পরে কে ঢুকলেন সিবিআই অফিসে, জোর চাঞ্চল্য

এদিন সকাল সকাল শিলংয়ে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যান রাজীব কুমার। একেবারে প্রথমদিকে সারদা মামলা নিয়ে প্রশ্ন করা হলেও সময় যত গড়িয়েছে ততই অন্য চিটফান্ডগুলির তদন্ত নিয়ে রাজীবকে চেপে ধরা হয়েছে বলে সূত্রের খবর।

রোজভ্যালি সহ নানা প্রসঙ্গে জেরার পর এবার অন্য চিটফান্ডগুলি নিয়ে সিবিআই এদিন জেরা করতে পারে। ওই চিটফান্ডগুলির তদন্তে সিটের ভূমিকা কী ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

এর পাশাপাশি সিবিআই দফতরে মাঙ্কি টুপি পরে একজনের আগমন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই আগন্তুক কে তা কেউ বলতে পারছেন না। সিবিআইও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। মনে করা হচ্ছে রাজীব কুমারের জেরার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক রয়েছে। তবে তাঁর সম্পর্কে আলাদা করে কিছু জানা যায়নি। আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ শীর্ষ আদালত রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলেছে। সেক্ষেত্রে এই মাঙ্কি টুপি পরিহিত ব্যক্তিই কি ট্রাম্প কার্ড সিবিআইয়ের? এই প্রশ্ন কিন্তু উঠছেই।

English summary
CBI interrogates Kolkata CP Rajeev Kumar for the 4th day on Chit Fund case at Shillong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X