For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিবিআই কাজ করলে প্রতিহিংসা আর না করলে খাঁচায় বন্দি পাখি', তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী

শহর কলকাতার রাজপথে সিবিআই অফিসার ও পুলিশের ধস্তাধস্তির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দেশের জাতীয় রাজনীতিতে।

  • |
Google Oneindia Bengali News

শহর কলকাতার রাজপথে সিবিআই অফিসার ও পুলিশের ধস্তাধস্তির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দেশের জাতীয় রাজনীতিতে। সিবিআই অফিসারদের থানায় নিয়ে যাওয়ার ঘটনা ও সিবিাইয়ের জয়েন্ট ডিরেক্টরের বাড়ির সামনে পুলিশ মোতায়েন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না এই মুহূর্তে দেশের অন্যতম বড় খবর। এদিন, এই পরিস্থিতি নিয়ে মুখ খোলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

সিবিআই কাজ করলে প্রতিহিংসা আর না করলে খাঁচায় বন্দি পাখি, তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন প্রশ্ন তোলেন,'সিবিআইকে কাজ করতে হবে.. নাকি হবে না? যখন সিবিআই কাজ করে তখন বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা। আর কাজ না করলেই খাঁচায় বন্দি তোতাপাখী বলা হচ্ছে।.. ' পাশাপাশি বিজেপির এই দাপুটে নেত্রীর দাবি, এবার নিজেদের মনকে ঠিক করুক বিরোধীরা,যে তাঁরা সিবিআই সম্পর্কে কোন অবস্থান নেবেন।

উল্লেখ্য, এর আগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে রবিবার সন্ধ্যেবেলায় কয়েকজন সিবিআই অফিসার পৌঁছন। তারপরই সেখানে শেক্সপিয়ার সরনী থানার পুলিশ পৌঁছে যায়। দু'পক্ষের কথাকাটাকাটি ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছে যায়। এরপরই সিবিআই অফিসারদের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।যদিও পরে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্র বনাম রাজ্যের এই সংঘাতে আপাতত উত্তপ্ত জাতীয় রাজনীতি।

English summary
CBI has got to do its job or not asks Nirmala Sitaraman on west Bengal CBI vs Police issue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X