For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোফোর্স মামলার তদন্তে চালিয়ে যেতে চায় সিবিআই, পিএসি -কে চিঠি দিয়ে ইচ্ছেপ্রকাশ

বোফোর্স মামলার তদন্ত চালিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে চিঠি দিল সিবিআই।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বোফোর্স মামলার তদন্ত চালিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে চিঠি দিল সিবিআই। বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিমকোর্টেও জানানো হয়েছে বলে পিএসি-কে চিঠিতে জানিয়েছে সিবিআই।

বোফোর্স মামলার তদন্তে চালিয়ে যেতে চায় সিবিআই, পিএসি -কে চিঠি দিয়ে ইচ্ছেপ্রকাশ

পিএসি-কে চিঠিতে সিবিআই জানিয়েছে, ২০০৫ সালে দিল্লি হাইকোর্ট যখন হিন্দুজা ভাইদের বোফোর্স মামলা থেকে মুক্তি দেয়, তখন সিবিআই একটি স্পেশাল লিভ পিটিশন পেশ করার কথা বলেছিল, কিন্তু তৎকালীন ইউপিএ সরকার সিবিআইকে সেই অনুমতি দেয়নি। সম্প্রতি সংসদের একটি সাব- কমিটি হাউয়িৎজার অস্ত্র কেনা নিয়ে অডিট রিপোর্ট নেই কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই নিরিখে সিবিআই-এর এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৮৬ সালে হাউইৎজার অস্ত্র কেনা সংক্রান্ত নথি খুঁজে বের করা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বোফোর্স মামলার তদন্তে চালিয়ে যেতে চায় সিবিআই, পিএসি -কে চিঠি দিয়ে ইচ্ছেপ্রকাশ

গত মাসেই সুপ্রিমকোর্টে দিল্লির এক ব্যবসায়ীর দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্র সিবিআই-এর কাছে জানতে চায়, তারা দিল্লি হাইকোর্টের রায়কে কেন চ্যালেঞ্জ জানাতে চাইছে। সেইসঙ্গে ১৯৯০ সাল থেকে এই মামলায় সিবিআই কী পদক্ষেপ করেছে তাও জানতে চায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি। জবাবে সিবিআই জানায়, এটা বলা ভুল হবে যে বোফোর্স মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করেনি। ২২ জানুয়ারি ১৯৯০ সাল থেকে এই মামলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণও পিএসি-র কাছে দিয়েছে সিবিআই।

English summary
CBI writes a letter to PAC expressing its willingness to continue Bofors payoff case, wanted to challenge Delhi HC verdict, but then UPA government didnt allow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X