For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির উপহার! বাড়ির পরিচারক, ড্রাইভারকে লাখোপতি বানালেন এক উদ্যোগপতি

দীপাবলির উপহার দিলেন বটে। নিজের বাড়ির পরিচারক, ড্রাইভারদের একেবারে লাখোপতি করে ছেড়েছেন বৈদ্যনাথন ভেম্পু।

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির উপহার দিলেন বটে। নিজের বাড়ির পরিচারক, ড্রাইভারদের একেবারে লাখোপতি করে ছেড়েছেন বৈদ্যনাথন ভেম্পু। ক্যাপিটাল ফার্স্টের চেয়ারম্যান ভেম্পু নিজের নামে থাকা ৪ লক্ষ ৩০ হাজারটি শেয়ার বিলিয়ে দিয়েছেন দুজন ড্রাইভার, তিনজন পরিচারক, কিছু সহকর্মী ও পরিবারের আত্মীয়দের মধ্যে।

দীপাবলির উপহার! পরিচারক, ড্রাইভারকে লাখোপতি করলেন শিল্পপতি

সবমিলিয়ে যার মূল্য ২০ কোটি টাকা। ড্রাইভার ও পরিচারকদের ৬৫০০ টি করে শেয়ার দিয়েছেন তিনি। ২৬জন সহকর্মী ও প্রাক্তন সহকর্মীকে দিয়েছেন ১১ হাজার শেয়ার। ভাই সত্যমূর্তি ভেম্পুকে দিয়েছেন ২৬ হাজার শেয়ার। আর এক ভাই পেয়েছেন ১৩ হাজার শেয়ার। ৭১ হাজার ৫০০টি শেয়ার পরিবারের ৮ জনের মধ্যে তিনি ভাগ করে দিয়েছেন।

প্রতিটি শেয়ারের দাম এই মুহূর্তে ৪৭৮ টাকা। ফলে পরিচারক ও ড্রাইভাররা অন্তত ৩১ লক্ষ টাকা করে পাবে।

সংস্থায় ৪.০৮ শতাংশ স্টেক ছিল বৈদ্যনাথনের। যখন ২০১০ সালে কোম্পানি চালু করেছিলেন তখন অনেকে সঙ্গ দিয়েছিলেন। তাদেরই কৃতজ্ঞতা ফিরিয়ে দিয়েছেন বৈদ্যনাথন। এমনটাই সংস্থার তরফে দাবি করা হয়েছে। কোনওরকম ব্যবসায়িক উদ্দেশ্য বা কর বাঁচানো নয়, ভালোবাসা থেকেই একাজ করেছেন সংস্থার শীর্ষ কর্তা, এমনটাই জানানো হয়েছে।

তা সে যেই কারণই হোক না কেন, দীপাবলিতে প্রিয়জনদের মস্ত উপহার দিয়ে গেলেন বৈদ্যনাথন। এমনটাই মনে করছেন সকলে।

English summary
Capital First chief’s gift makes millionaires of maids, drivers, family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X