For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউপিএ-র চেয়ে এনডিএ আমলের রাফালে চুক্তি সস্তা, রিপোর্ট পেশ ক্যাগ এর

২০১৬ সালে নরেন্দ্র মোদী সরকার ফ্রান্স সরকারের সঙ্গে যে রাফালে চুক্তি করেছে তা ২০০৭ সালে করা ইউপিএ সরকারের আমলের চুক্তির চেয়ে ২.৮৬ শতাংশ সস্তা।

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালে নরেন্দ্র মোদী সরকার ফ্রান্স সরকারের সঙ্গে যে রাফালে চুক্তি করেছে তা ২০০৭ সালে করা ইউপিএ সরকারের আমলের চুক্তির চেয়ে ২.৮৬ শতাংশ সস্তা। রাজ্যসভায় যে রিপোর্ট ক্যাগ এর তরফে পেশ করা হয়েছে তাতে এমনই উল্লেখ করা হয়েছে।

ইউপিএ-র চেয়ে এনডিএ আমলের রাফালে চুক্তি সস্তা, রিপোর্ট পেশ ক্যাগ এর

৩৬টি রাফালে বিমান কিনতে কত টাকা খরচ হয়েছে তার সামগ্রিক উল্লেখ নেই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে। তবে দাম পরীক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিন বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট রাজ্যসভায় পেশ হয়। সংসদের বাইরে তখন বিক্ষোভ দেখাচ্ছেন রাহুল গান্ধী সহ অন্যান্য দলের নেতারা। সংসদে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

এদিন ১৪১ পাতার যে ক্যাগ রিপোর্ট পেশ হয়েছে তাতে বলা হয়েছে জেটের ফ্লাই অ্যাওয়ে প্রাইস একই রয়েছে। তবে সামগ্রিকভাবে ২.৮৬ শতাংশ দাম কমেছে। এই রিপোর্ট সামনে আসার পরে কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি বলেছেন, ক্যাগ রিপোর্ট বেশ অদ্ভূত। দাম নিয়ে কিছু বলা হয়নি। যদি ক্যাগ দাম না জানায় বা তা না দেখে তাহলে অডিট করল কীভাবে? ইউপিএ জমানার দাম কী ছিল বা এনডিএ জমানায় দাম কী ছিল তা যাচাই হল কীভাবে?

বিজেপিও রাফালে নিয়ে রিপোর্ট সামনে আসার পরে তেড়ে আক্রমণ করেছে কংগ্রেসকে। বিজেপি নেতা সুনীল দেওধর ক্যাগ রিপোর্ট নিয়ে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন। বিজেপি নেতা অরুণ জেটলিও চাঁচাছোলা ভাষায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করেছেন। মিথ্যাচার ফাঁস হয়েছে বলেও জানিয়েছেন।

কংগ্রেস নেতা পি চিদাম্বরম থেকে শুরু করে বসপা নেত্রী মায়াবতী, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরা ক্যাগ রিপোর্ট নিয়ে কেন্দ্রকে এখনও বিঁধতে ছাড়েননি।

English summary
CAG Report says Modi govt's Rafale Deal cheaper than UPA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X