For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেবল টিভি নিয়ে কোন নতুন নির্দেশিকা সামনে এল, কোন দিনক্ষণ জানাল ট্রাই

গ্রাহকদের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে পছন্দের চ্যানেল বেছে নেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

২৮ ডিসেম্বর রাত থেকে কেবল চ্যানেল দেখা নিয়ে কি জটিলতা হতে চলেছে? এই প্রশ্নের জবাব খুঁজতে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। শোনা গিয়েছিল, ২৯ ডিসেম্বর শুরু হতে না হতেই পে চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হবে। নিয়ম নিয়ম না মানলে কেবলে পছন্দমতো চ্যানেল গ্রাহকরা দেখতে পারবেন না।

কেবল টিভি নিয়ে কোন নতুন নির্দেশিকা সামনে এল, কোন দিনক্ষণ জানাল ট্রাই

তবে পরে ট্রাই জানায়, ২৯ ডিসেম্বর থেকেই কেবল টিভি বন্ধ হয়ে যাবে। এমনটা নয়। সময় নিয়ে ধীরে ধীরে নতুন নিয়মে পরিবর্তিত হবে। এজন্য আরও কিছুটা সময় যে পাওয়া যাবে তা বোঝা গিয়েছিল।

[আরও পড়ুন:২০১৯ সালে কোন কোন চমক দিতে চলেছে জিও, জেনে নিন আগে থেকেই ][আরও পড়ুন:২০১৯ সালে কোন কোন চমক দিতে চলেছে জিও, জেনে নিন আগে থেকেই ]

এদিন জানা গিয়েছে, গ্রাহকদের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে পছন্দের চ্যানেল বেছে নেওয়া হবে।

টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কেবল অপারেটর, এমএসও, ডিটিএইচ অপারেটরদের সঙ্গে বৈঠক হয়। নতুন আবেদনে সকলে সাড়া দিয়েছেন। তাই আরও কিছুটা সময় বাড়ানো হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হবে।

[আরও পড়ুন:পুনেয় দেখা মিলল ইউএফও-র! খবর পৌঁছল মোদীর কান পর্যন্ত ][আরও পড়ুন:পুনেয় দেখা মিলল ইউএফও-র! খবর পৌঁছল মোদীর কান পর্যন্ত ]

English summary
Cable TV regulations to be implemented from February 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X