For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ কোনও ফ্যাক্টরই না, নির্বাচনের আগে 'অ্যাজেন্ডা সেট' করছে গেরুয়া শিবির

Google Oneindia Bengali News

অসমে নির্বাচনী প্রচারে গিয়ে সিএএ বিরোধিতায় সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 'সিএএ' লেখার উপর ক্রস আঁকা গামছা পড়ে অসমে বিজেপি বিরোধিতার রব তুলতে চেয়েছিলেন রাহুল গান্ধী। তবে বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করলেন, সিএএ নাকি কোনও ফ্যাক্টরই হবে না আসন্ন নির্বাচনে।

বদরুদ্দিন আজমলকে 'অসমের শত্রু' আখ্যা দেন হিমন্ত

বদরুদ্দিন আজমলকে 'অসমের শত্রু' আখ্যা দেন হিমন্ত

এদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'অসমের যুবকরা এখন ভাবছেন, যেভাবে এর আগে রাজ্যের মেধাবী ছাত্রীদের স্কুটার দেওয়া হয়েছিল, সেই একইভাবে রাজ্য সরকার তাদেরকেও মোটোরবাইক বা স্কুটার দেবে কিনা। তারা সিএএ নিয়ে মাথা ঘামাচ্ছে না।' এছাড়াও এদিন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের শরিক দল এআইইউডিএফ-এর প্রধান বদরুদ্দিন আজমলকে 'অসমের শত্রু' আখ্যা দেন।

'কট্টরপন্থীদর থেকে টাকা নিচ্ছেন আজমল'

'কট্টরপন্থীদর থেকে টাকা নিচ্ছেন আজমল'

এদিন হিমন্ত বিশ্ব শর্মা বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে রাজ্যের 'শত্রু' আখ্যা দিয়ে বলেন, 'আজমাল অসমের সব থেকে ভয়ঙ্কর পর্যায়ের রাজনীতির অংশ। সমাজ সেবার নামে তিনি কট্টরপন্থী সংগঠনের থেকে টাকা নিচ্ছেন। তিনি এমন একটি নেটওয়ার্ক তৈরি করছেন যা অসমের সমাজের সঙ্গে একাত্ম হতে পারে না। মানুষ হিসেবে নয়, তবে যেই মানুষদের তিনি প্রতিনিধি হয়ে সামনে এসেছেন, তারা আমাদের সমাজের শত্রু।'

'আমাকে যদি কেউ কট্টরপন্থী বলেন, আমি খুশি হব'

'আমাকে যদি কেউ কট্টরপন্থী বলেন, আমি খুশি হব'

উল্লেখ্য, অসমের বাঙালি মুসলিম ভোটারদের মধ্যে আজমলের বেশ প্রভাব রয়েছে। পাশাপাশি এদিন বিভাজনের রাজনীতির অভিযোগ নিয়ে হিমন্ত বলেন, 'আমাকে যদি কেউ কট্টরপন্থী বলেন, আমি খুশি হব। আমি অসম এবং ভারতকে রক্ষা করার বিষয়ে কট্টরপন্থী। তবে আজমল যা করছেন, তা অসমের সমাজের জন্য ভয়ঙ্কর। আমি ভারতীয় জাতীয়তাবাদকে রক্ষা করার চেষ্টা করছি। যদি একটা দক্ষিণ মেরু থাকে, তাহলে একটি উত্তর মেরুও থাকতে হবে।'

রাহুল গান্ধীকে কটাক্ষ করেন হিমন্ত

রাহুল গান্ধীকে কটাক্ষ করেন হিমন্ত

এদিকে রাহুল গান্ধীকে কটাক্ষ করে এদিন হিমন্ত বলেন, 'মাত্র ১৫ হাজার মানুষের সভায় বক্তব্য পেশ করার লক্ষ্যে রাহুল গান্ধীর মতো ব্যস্ত নেতাকে সময় নষ্ট করা উচিত না। কংগ্রেস অসম বাঁচাও অভিযান চালাচ্ছে। তবে কার থেকে অসমকে বাঁচাতে চাইছে তারা? অসমকে অনুপ্রবেশকারী মুসলিমদের থেকে বাঁচাতে হবে। এরা বাংলাদেশ থেকে এসে অসমকে ধ্বংস করে দিচ্ছে। তবে কংগ্রেস সেই সব মানুষদের হয়ে গলা ফাটাচ্ছে। তাহলে আর অসমকে বাঁচাবে কী করে তারা?'

<strong>নির্বাচনের মুখে জোট সঙ্গীকে 'টাটা' করল বিজেপি, 'চাণক্য' কষছেন কোন অঙ্ক</strong>নির্বাচনের মুখে জোট সঙ্গীকে 'টাটা' করল বিজেপি, 'চাণক্য' কষছেন কোন অঙ্ক

English summary
CAA not a factor in Assam Election says Himanta Biswa Sarma, snubs Rahul Gandhi and Badruddin Ajmal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X