For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামায়ণ এক্সপ্রেসের মাধ্যমে আধুনিক কালের রামসেতু বানাচ্ছেন মোদী, ঘোরা যাবে রাবণ রাজার দেশও

'শ্রী রামায়ণ এক্সপ্রেস' নামে একটি বিশেষ পর্যটন ট্রেন চালু করছে আইআরসিটিসি। অযোদ্ধা থেকে রামেশ্বরম পর্যন্ত রামায়ণে বর্ণিত স্থানগুলি ঘুরে দেখা যাবে এই ট্রেনে। আর একটু খরচা করলে ঘোরা যাবে শ্রীলঙ্কাও।

Google Oneindia Bengali News

আধুনিক কালের রামসেতু বানাতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার ভারতীয় রেলওয়ে শ্রী রামায়ণ এক্সপ্রেস নামে একটি নতুন টুরিস্ট ট্রেনের কথা ঘোষণা করেছে। অযোধ্যা থেকে রামেশ্বরম, রামায়ণে বরণিত সকল এলাকা দিয়ে যাবে ট্রেনটি। আগামী ১৪ নভেম্বর থেকেই চলা শুরু করবে রামায়ণ এক্সপ্রেস।

ভারতীয় রেলের হাত ধরে আধুনিক রামসেতু বানাচ্ছেন মোদী

দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু হবে এই ট্রেনের। আইআরসিটিসির পরিচালনায় এরপর ১৬ দিনে ট্রেনটি একে একে অযোধ্যা, নন্দীগ্রাম, সীতামারহি, বারানসী, প্রয়াগ, চিত্রকূট, কর্ণাচকের হাম্পি হয়ে তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে পৌঁছবে। যেখানে রাম সেতু বন্ধন করেছিলেন বলে কথিত আছে।

তবে এখানেই যাত্রা শেষ হবে না। রাবণ রাজার দেশ লঙ্কাতেও যাওয়া যাবে এই ভ্রমণেই। কিছু বেশি টাকা দিলে আইসিটিসির তরফ থেকেই বিমানে করে পৌঁছে দেওয়া হবে কলম্বোয়। রামায়ণে বর্ণিত সেখানকার স্থানগুলিও
ঘুরিয়ে দেখানো হবে।

রামায়ণ এক্সপ্রেসের মোট যাত্রী ধারণ ক্ষমতা ৮০০। সম্পূর্ণ যাত্রার জন্য লাগবে জনপ্রতি ১৫ হাজার ১২০ টাকা করে। তবে এই ট্রেনে সিনিয়র সিটিজেন বা মহিলাদের জন্য বরাদ্দ ছাড় পাওয়া যাবে না। এই প্যাকেজ ট্যুরে অবশ্য শুধু ট্রেনের ভাড়াই নয় ধরা আছে, থাকা, খাওয়া, সাইট সিয়িং - সবকিছুই। প্রতিটি যাত্রার জন্য একজন করে ট্যুর ম্যানেজার থাকবেন।

English summary
IRCTC will start a new tourist train. 'Shri Ramayana Express', which will cover Ramayana-places, from Ayodhya to Rameshwaram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X