For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছয় রাজ্যে উপনির্বাচন, নজরে ত্রিপুরা, মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাগ্য নির্ধারণ আজ

ছয় রাজ্যে উপনির্বাচন, নজরে ত্রিপুরা, মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাগ্য নির্ধারণ আজ

Google Oneindia Bengali News

আজ দেশের ৬ রাজ্যে উপনির্বাচন। তার মধ্যে ৩ লোকসভা এবং ৭ বিধানসভা উপনির্বাচন রয়েছে। সবচেয়ে হাইভোল্ডেজ লড়াই চলছে ত্রিপুরায়। সেখানে উপনির্বাচনে প্রার্থী হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। কয়েকদিন আগে বিপ্লবদেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। সেকারণেই উপনির্বাচন করিয়ে মানিক সরকারকে জিতিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

৬ রাজ্যে উপনির্বাচন

৬ রাজ্যে উপনির্বাচন

আজ ৬ রাজ্যে উপনির্বাচন। তার মধ্যে ৩টি লোকসভা উপনির্বাচন আর ৭টি বিধানসভা উপনির্বাচন। দিল্লি, ত্রিপুরা, উত্তর প্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশে চলছে উপনির্বাচন। তবে তার মধ্যে সকলের নজরে রয়েছে ত্রিপুরা। কারণ সেখানে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর ভাগ্য নির্ধারণ আজ। এছাড়া দিল্লি ও পাঞ্জাবে প্রেস্টিজ ফাইটে আজ আম আদমি পার্টি। কারণ এই দুটি রাজ্যেই ক্ষমতায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

নজরে ত্রিপুরা

নজরে ত্রিপুরা

৬ রাজ্যের উপনির্বাচনের মধ্যে সবচেয়ে নজরে রয়েছে ত্রিপুরা। সেখানে চলছে বিধানসভা উপনির্বাচন। প্রার্থী মানিক সাহা। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই বিপ্লবদেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে। সেই পদে তাঁকে বহাল থাকতে গেেল নির্বাচিত হয়ে আসতে হবে। সেকারণেই মানিক সাহাকে উপনির্বাচনে জিতে আসতে হবে। তাই ত্রিপুরায় হাইফোল্টেজ লেড়াই চলছে মানিক সাহাকে নিয়ে। সেকারণেই সকলের নজর রয়েছে ত্রিপুরার উপরে। ত্রিপুরার বরোয়ালি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। এছাড়াও আগরতলা এবং সুমা কেন্দ্রেও চলছে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহন।

দিল্লিতেও উপনির্বাচন

দিল্লিতেও উপনির্বাচন

রাজধানী দিল্লিতেও চলছে উপনির্বাচন। দিল্লির রাজেন্দ্র নগর কেন্দ্রের নির্বাচিত প্রার্থী রাঘব চড্ডাকে আপ রাজ্য সভার টিকিট দিয়েছে। সেকারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তার জন্য আপের একাধিক মন্ত্রী প্রচার করেছে। অন্যদিকে পাঞ্জাবে সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের পর সেই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সকাল সাতটা থেকেই চলছে ভোট গ্রহন প্রক্রিয়া। সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের পর ভগবন্ত মান সরকারের আইন প্রশাসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার পরেই সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয়।

উত্তর প্রদেশেও উপনির্বাচন

উত্তর প্রদেশেও উপনির্বাচন

ত্রিপুরা, দিল্লি, পাঞ্জাব ছাড়াও উপনির্বাচন হচ্ছ উত্তর প্রদশের আজমগড় এবং রামপুরে। সেই সঙ্গে ভোট গ্রহন চলছে ঝাড়খণ্ডের মানধর। অন্ধ্র প্রদেশের আটমাকুরে। সকাল সাতটা থেকেই সেইসব কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে উপনির্বাতন লম্বা লাইনে চলছে ভোট গ্রহন প্রক্রিয়া।

English summary
Tripura by election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X