For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কসাই', 'শয়তান', 'গাধা', 'ভোঁদা', মমতার চোখে মোদীর কতই না রূপ!

Google Oneindia Bengali News

কসাই, শয়তান, গাধা, ভোঁদা, মমতার চোখে মোদীর কতই না রূপ!
নির্বাচনে লগ্ন যত শেষের দিকে গড়াচ্ছে মোদী নিয়ে মমতার চিন্তাও বাড়ছে তত। আর তারই আস্ফালন ধরা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। এহেন আড়ি আড়ি খেলা তো বামেদের সঙ্গেও খেলেননি তৃণমূল নেত্রী। এমন কড়া অশালীন বাক্যবাণ তো দিদি বাম দাদা-ভাইদেরও উপহার দেননি। কীভাবে কোথায় কবে নরেন্দ্র মোদীকে কীভাবে আক্রমণ করেছেন মমতা, তা দেখে নেওয়া যাক এক নজরে।

২৩ ফেব্রুয়ারি , ২০১৪
মমতা : বিজেপি দাঙ্গাবাজের দল। তাই দিল্লির মসনদে বিজেপিকে সমর্থন নয়।

১০ এপ্রিল, ২০১৪
মমতা/তৃণমূল কংগ্রেস : নরেন্দ্র মোদীর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। উনি প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখছেন। মানুষ ওর স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। হিন্দু, মুসলিম, শিখ,খ্রীষ্ট, বৌদ্ধের নিরিখে দেশকে ভাগ করতে চাইছে নরেন্দ্র মোদী।

২৭ এপ্রিল, ২০১৪
ডেরেক ওব্রায়েন : মোদী 'গুজরাতের কসাই'।

২৮ এপ্রিল, ২০১৪
(জনসভায় মমতা)যিনি নিজে দাঙ্গার চক্রী তাঁর জ্ঞান আমার রাজ্যের জন্য প্রয়োজন নেই। যদি মোদী ক্ষমতায় আসে, তাহলে ভারত অন্ধকারে তলিয়ে যাবে।
(নবান্নে) মুখ্যমন্ত্রীর আঁকা ছবি গলাকাটে দামে বিক্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোদী, 'তার জবাবে আপনি চুপ কেন', সাংবাদিকদের এই প্রশ্নে মমতা বলেছিলেন, ও কোন হরিদাস পাল যে ওর সব প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। ওটা একটা শয়তান লোক। ওর জবাব দেওয়ার জন্য দলে অন্য অনেক লোক আছে।

১ মে, ২০১৪ (পুরুলিয়া)
মমতা : বিজেপি কাগুজে বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে পার্থক্যটাই জানে না মনে হয়। বাংলার সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে।

৩ মে, ২০১৪ (ডায়মণ্ড হারবার)
প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে কোনও কথা হয়? বাচ্চা জন্মাল না, অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল! লোক নেমন্তন্নও হয়ে গেল! যত সব পেপার টাইগার।"

৬ মে, ২০১৪ (হাবড়া-বনগাঁ-দেগঙ্গা)
মোদীর মুসলিম-বাংলাদেশী মন্তব্য প্রসঙ্গে মমতা : ওকে কোমরে দড়ি পড়িয়ে এখনই জেলে পাঠানো উচিত। উনি ইতিহাস সম্পর্কে জানেন না। ভুলভাল মন্তব্য করছেন। সংখ্যাগরিষ্ঠতা পেলেও মোদীকে প্রধানমন্ত্রী হতে দেব না।
মোদী দাঙ্গাবাজ কমরেড।

৭ মে, ২০১৪ (কাকদ্বীপ)
মোদীর নাম না করে মমতা বলেন, একজন এখানে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন৷ তিনি এ রাজ্যের ইতিহাস, ভূগোল কিছুই জানেন না৷ কখনও বলছেন, বাংলাদেশিদের তাড়াব, কখনও বলছেন, অনুপ্রবেশকারীদের তাড়াব৷ আমি বলছি, কাউকে তাড়ানো যাবে না৷ হিম্মত থাকলে গায়ে হাত দাও৷
নরেন্দ্র মোদী 'ভোঁদা' না 'গাধা', উনি কোন 'হরিদাস পাল'?

English summary
Mamata Banerjee has been taking names while addressing Narendra Modi. Butcher, Devil, Donkey, Fool are a few among them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X