For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়ের বিয়ে উপলক্ষ্যে দুঃস্থদের ৯০টি বাড়ি বানিয়ে দিলেন মুম্বইয়ের ব্যবসায়ী

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার এক ব্যবসায়ী মেয়ের বিয়ে উপলক্ষ্যে ৯০টি বাড়ি তৈরি করে দিলেন গরিবদের জন্য। ব্যবসায়ীর নাম অজয় মুনোট।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৫ ডিসেম্বর : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার এক ব্যবসায়ী মেয়ের বিয়ে উপলক্ষ্যে ৯০টি বাড়ি তৈরি করে দিলেন গরিবদের জন্য। ব্যবসায়ীর নাম অজয় মুনোট। তিনি ঔরঙ্গাবাদ জেলার লাসের টাউনের বাসিন্দা। সবমিলিয়ে খরচ হয়েছে দেড় কোটি টাকা।[স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক]

মুনোট একজন পাইকারি কাপড়ের ব্যবসায়ী। ২ একর এলাকা জুড়ে জায়গায় বাড়িগুলি বানানো হয়েছে। কারা সেখানে বাস করবেন তার জন্য তিনটি মানদণ্ড রাখা হয়েছিল। প্রথমত গরিব ও দুঃস্থ হতে হবে। দ্বিতীয়ত, বস্তি এলাকায় থাকতে হবে। এবং তৃতীয়ত, কোনও ধরনের নেশা থাকবে না।[বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় পুরুষের চেয়ে এগিয়ে ভারতের এই রাজ্যের মহিলারা!]

মেয়ের বিয়ে উপলক্ষ্যে দুঃস্থদের ৯০টি বাড়ি বানিয়ে দিলেন মুম্বইয়ের ব্যবসায়ী

অজয় মুনোটের মেয়ে শ্রেয়া ও তাঁর হবু বর এই প্রস্তাবে সানন্দে রাজি হয়েছেন। বাবা এমন প্রস্তাব দেওয়ার তিনি খুব খুশি বলেও জানিয়েছেন শ্রেয়া। তবে অজয় মুনোট জানিয়েছেন, এটা তাঁর ভাবনা নয়, এক বিজেপি নেতার পরামর্শেই তিনি একাজ করেছেন।[বিয়ের ২ ঘণ্টার মধ্যে স্ত্রীকে তালাক স্বামীর! নেপথ্যে স্ন্যাপচ্যাট]

জানা গিয়েছে, এই মুহূর্তে ৪০টি পরিবার ইতিমধ্যে নতুন তৈরি বাড়ি বসবাস করতে শুরু করে দিয়েছেন। আগামী কিছুদিনের মধ্যেই বাকী পরিবারগুলিও সেখানে বসবাস করতে শুরু করবে।

English summary
Businessman Gifts 90 Houses To Homeless As Daughter's Wedding Gift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X