For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্মলা সীতারমনের বাজেটকে 'সাজিদ খানের ' ফিল্ম বলে কটাক্ষ! টুইটার মত্ত মশকরায়

  • |
Google Oneindia Bengali News

মন্দার অর্থনীতি। জিডিপিও আশা ব্য়াঞ্জক বার্তা দিচ্ছে না। গত ৪৫ বছরে দেশের সবচেয়ে বেশি বেকারত্ব জাল বিছিয়ে নিতে শুরু করেছে ভারতীয় অর্থনীতিতে। তার সঙ্গে রয়েছে বিশ্ববাজারে বেড়ে চলা মার্কিন- চিন বাণিজ্যিক সংঘাত। এমন এক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহসিকতা নাকি 'ধীরে চলো নীতি' তে এগিয়ে যাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন? এই প্রশ্ন সকাল থেকেই ঘুরপাক খাচ্ছিল। আর বাজেট পেশ হতেই এদিন রীতিমতো তোলপাড় হয় টুইটার।

নির্মলা সীতারমনের বাজেটকে সাজিদ খানের ফিল্ম বলে কটাক্ষ! টুইটার মত্ত মশকরায়

বাজেট নিয়ে মশকরা, খিল্লিতে রীতিমতো বুঁদ টুইটার। নির্মলা সীতারমনের বক্তব্য শেষ হওয়ার ১ ঘণ্টার মধ্যে টুইটার মেতে ওঠে একের পর এক মিম আর টুইটে।

অনেকেই লিখতে থাকেন টুইটারে যে , এই বাজেট বক্তব্য যেন ছিল প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতি। অনেকেই নির্মলা সীতারমনের বাজেটকে তুলনা করেন সাজি দ খানের ফিল্মের সঙ্গে।

উল্লেখ্য, এদিন সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একদিনে যেমন তিনি কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। ঠিক তেমনই এই বাজেট ঘোষণায় বেশ কিছু জিনিসের দাম সস্তা হতে চলেছে। বেশ কিছু জিনিস দামি হতে চলেছে। এর মধ্যে ,সিগারেট ও তামাক জাতীয় পণ্য দামি হয়েছে। আমদানিকৃত জুতো, আসবাব দামি হতে চলেছে।দামি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা মেডিক্যাল সরঞ্জাম। দেওয়াল ফ্যানের কাস্টমস ডিউটি ৭.৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। রান্নার সরঞ্জাম, চিনা সিরামিক, স্টিল, কপারের কাস্টমস ডিউটি দ্বিগুণ করে ২০ শতাংশ করা হয়েছে। সস্তা হল খবরের কাগজ।

English summary
Budget 2020, was a Sajid Khan movie', Twitter floods with memes .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X