For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: একনজরে দেখে নেওয়া যাক 'স্ট্যান্ডার্ড ডিডাকশন' সম্পর্কে তথ্য

  • |
Google Oneindia Bengali News

নির্মলা সীতারমন আর কয়েকদিনের মাথাতেই পেশ করতে চলেছেন ২০২০ সালের বাজেট। বাজেট ঘিরে স্বভাবতই একাধিক প্রত্যাশা রয়েছে মানুষের। আয়কর ছাড় থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই প্রত্যাশা বাড়ছে। তবে বাজেট পেশের আগে একনজরে দেখে নেওয়া যাক 'স্ট্যান্ডার্ড ডিডাকশন' বলতে কী বোঝানো হয়। কারণ এই শব্দই বাজেটের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

'স্ট্যান্ডার্ড ডিডাকশন' বলতে কী বোঝানো হয়েছে?

'স্ট্যান্ডার্ড ডিডাকশন' বলতে কী বোঝানো হয়েছে?

কোনও নাগরিকের একটি অর্থবর্ষে আয়ের উপর যে ব্যক্তিগত ব্যয় হয়ে থাকে, তার একটি অংশ পর্যন্ত করের ছাড় উল্লেখ করা যায়। এই ছাড়কেই বোঝানো হয় 'স্ট্যান্ডার্ড ডিডাকশন' হিসাবে। এই ছাড়ের জন্য কোনও নথি জমা দিতে হয় না।

 চাকুরীজীবী ও স্ট্যান্ডার্ড ডিডাকশন সম্পর্কে তথ্য

চাকুরীজীবী ও স্ট্যান্ডার্ড ডিডাকশন সম্পর্কে তথ্য

চাকুরিজীবীদের বেতন থেকে একটি অংশ স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে কাটা হয়। সেই ব্যক্তি যে পদেরই আসীন হোন না কেন, বেতনের অংশ থেকে একটি অংশ কেটে নেওয়া হয়। এতে উপার্জনের প্রদেয় করের অংশই কেটে নেওয়া হয়। তবে একজন বেতনভোগী কর্মী ও পেনশন প্রাপক এই অংশ পরে দাবি করতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন ও বাড়িভাড়া

স্ট্যান্ডার্ড ডিডাকশন ও বাড়িভাড়া

বাড়ির মতো সম্পত্তি যাঁদের রয়েছে তাঁরা এই 'স্ট্যান্ডার্ড ডিডাকশন' এর আওতায় রয়েছেন । বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড়ের আওতায় থাকছে এই অংশটি। কারণ, বাড়ি ভাড়া
থেকে আগত মূল্য 'হাউজ প্রপার্টি'র আওতায় থাকে।

English summary
Budget 2020: Know what is Standard Deduction in India .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X