For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস পয়লা-তেই বুঝে নিন 'বাজেট', লাইভ আপডেট দেখতে করুন ক্লিক, জানুন কীভাবে

সামনেই লোকসভার ভোট। তার আগে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ। অন্তবর্তী বাজেট পেশের কথা থাকলেও মোদী সরকার হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে বাজেট হবে পূর্ণাঙ্গই।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

বাজেট নিয়ে এখন ধুন্ধুমার। মেয়াদ শেষ হতে চলেছে মোদী সরকারের। সামনেই লোকসভার ভোট। তার আগে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ। অন্তবর্তী বাজেট পেশের কথা থাকলেও মোদী সরকার হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে বাজেট হবে পূর্ণাঙ্গই। এই নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেছেন। সুতরাং বুঝতেই পারছেন বাজেট নিয়ে এখন কতটা চর্চা। আপনারও জানা উচিত বাজেটের খুঁটি-নাটি। কারণ, এর উপরেই তো বুঝতে পারবেন দেশের আর্থিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে নিজের হোম-ইকনমির স্বাস্থ্যটা। তাই দেরি করবেন না, ওয়ানইন্ডিয়া বেঙ্গলির বাজেটের লাইভ আপডেটে ক্লিক করতে। ঠিক সকাল ৬টা থেকে শুরু হয়ে যাবে ওয়ানইন্ডিয়া বেঙ্গলির বাজেট লাইভ।

মাস পয়লা-তেই বুঝে নিন বাজেট, লাইভ আপডেট দেখতে করুন ক্লিক, জানুন কীভাবে

বাজেট পেশ হবে বেলা ১১টায়। কিন্তু তার আগে লাইভ আপডেটে প্রতিটি মুহূর্তে তুলে ধরা হবে বাজেট নিয়ে যাবতীয় তথ্য। বিশেষজ্ঞদের বিশ্লেষণ। তাই নিজেকে মুঠোয় বাজেট আপডেট পেতে ক্লিক করুন।

বাজেট পেশের আগে রাজনীতির পারদ যথেষ্টই ঊর্ধ্বমূখী। এমনিতে, প্রথা বহির্ভূতভাবে বিদায়ী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের সমালোচনা হচ্ছে। অন্যদিকে, বাজেটের আগের দিন সংসদের সেন্ট্রাল হলে যেভাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিয়ে মোদী সরকারের স্তুতি করানো হয়েছে তাতে ক্ষিপ্ত বিরোধী রাজনৈতিক দলগুলি।

এই পরিস্থিতিতে কিছুটা হলেও চাপ তৈরি করেছে জব রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে গত ৪৫ বছরে কর্মসংস্থানের হার সর্ননিম্ন। যদিও, মোদী সরকার এগুলিকে পাত্তা দিতে রাজি নয়। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এক জনমোহনী বাজেট পেশের চেষ্টা চলছে। এর ফলে করদাতারা কিছুটা সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে, এখন বাজেটে নিয়ে এখন যে সব বিচার-বিশ্লেষণ বা প্রতিবেদন প্রকাশ পাচ্ছে তা আসলে মূল শো শুরুর আগের কার্টেন রেজার। সকলে এখন অপেক্ষা করছে ১ ফেব্রুয়ারি সকালের। আর সেই কারণে আপনার হাতের মুঠোয় সেকেন্ডে সেকেন্ডে লাইভ আপডেট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ ওয়ানইন্ডিয়া বেঙ্গলি।

English summary
This year Budget is crucial for Narendra Modi. With in few months nation will face the Loksabha Election. So there are lots of speculation on this Budget.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X