For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০১৪: এক নজরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাজেট
নয়াদিল্লি, ১০ জুলাই: এনডিএ-২ সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই বাজেটের সারনির্যাস হল এ রকম:

  • ২০১৪-১৫ অর্থবর্ষে কোষাগার ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট কমিয়ে ৪.১ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা।
  • গরিব মানুষের কথা ভেবে রান্নার গ্যাস, কেরোসিন ইত্যাদিতে ভর্তুকি বজায় রাখা হবে।
  • বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২৬ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশ। প্রতিরক্ষা এবং নগরোন্নয়নেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ঢুকল।
  • সেচের উন্নয়নে 'প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা', বরাদ্দ এক হাজার কোটি টাকা।
  • সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে 'দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা', বরাদ্দ হল ৫০০ কোটি টাকা।
  • দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই ইত্যাদি বড় শহরগুলিতে মেয়েদের সুরক্ষা খাতে বরাদ্দ হল ১৫০ কোটি টাকা।
  • ২০১৯ সালের আগেই সারা দেশে সব ঘরে শৌচালয় গড়ে তোলার উদ্দেশ্যে চালু 'স্বচ্ছ ভারত অভিযান'।
  • পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে গড়ে তোলা হবে এইমস ধাঁচের হাসপাতাল।
  • পাঁচটি আইআইএম তৈরি হবে যথাক্রমে হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, বিহার, ওডিশা এবং রাজস্থানে। আর পাঁচটি আইআইটি গড়া হবে যথাক্রমে জম্মু-কাশ্মীর, ছত্তিশগড়, গোয়া, অন্ধ্রপ্রদেশ এবং কেরলে।
  • খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি রুখতে গড়া হবে 'প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড' বা 'মূল্য স্থিতিশীল তহবিল', বরাদ্দ হল ৫০০ কোটি টাকা।
  • টিয়ার ওয়ান এবং টিয়ার টু শহরগুলিতে ছোটো বিমানবন্দর গড়ে তোলা হবে।
  • চলতি অর্থবর্ষে তৈরি হবে আরও ৮৫০০ কিলোমিটার জাতীয় সড়ক (ন্যাশনাল হাইওয়ে)।
  • সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নির্মাণে বরাদ্দ হল ২০০ কোটি টাকা।
  • দেশে গড়া হবে পাঁচটি পর্যটন সার্কিট। তীর্থস্থান, পাহাড়, সমুদ্র ইত্যাদি জায়গা বেছে নিয়ে এই সার্কিটগুলি গড়া হবে। এর ফলে অনেক বেকার ছেলের কর্মসংস্থান হবে।
  • গঙ্গা নদীকে বাঁচাতে বরাদ্দ হল ২০৩৭ কোটি টাকা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'নমামি গঙ্গা'।
  • কেদারনাথ, হরিদ্বার, কানপুর, বারাণসী, এলাহাবাদ, পাটনা ও দিল্লিতে নদীতীরের সৌন্দর্যায়নে বরাদ্দ হল ১০০ কোটি টাকা।
  • দিল্লিকে আন্তর্জাতিক মানের শহর রূপে গড়ে তুলতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। এ জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর দিল্লিতে পানীয় জল সরবরাহের উন্নতি ঘটাতে বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা।
  • গৃহহারা কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনে বরাদ্দ হল ৫০০ কোটি টাকা।
  • ব্যক্তিগত আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে করা হল আড়াই লক্ষ টাকা। আগে এটা ছিল দু'লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা হয়েছে তিন লক্ষ টাকা।
  • আয়কর আইনের ৮০-সি ধারার আওতায় বিনিয়োগ বাড়িয়ে করা হল দেড় লক্ষ টাকা। আগে এটা ছিল এক লক্ষ টাকা।
  • গৃহঋণের সুদের ক্ষেত্রে ছাড় দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল দু'লক্ষ টাকা।
  • হাতের কাজ শিখিয়ে যুবকদের স্বাবলম্বী করতে 'স্কিলড ইন্ডিয়া স্কিম' চালুর প্রস্তাব।
  • শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহৃত সরঞ্জাম (যেমন ক্রাচ, হুইলচেয়ার, হিয়ারিং ডিভাইস) কিনতে সরকারি তরফে অর্থ সহায়তার প্রস্তাব।
  • ১০০ কোটি টাকা খরচে চালু হবে 'বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা'।
  • সব গ্রামে পাকা সড়ক তৈরির জন্য বরাদ্দ ১৪,৩৮৯ কোটি টাকা। গ্রামাঞ্চলে আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে বরাদ্দ সাড়ে তিন হাজার কোটি টাকা।
  • বয়স্কদের চিকিৎসার জন্য নয়াদিল্লি ও চেন্নাইতে তৈরি হবে 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং'।
  • সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বাবদ বরাদ্দ হল যথাক্রমে ২৮,৬৩৫ কোটি টাকা ও ৪৯৬৬ কোটি টাকা। এ ছাড়া, শিক্ষকদের মানোন্নয়নে দেওয়া হবে প্রশিক্ষণ। এ জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে চালু হবে 'পণ্ডিত মদনমোহন মালব্য টিচার্স ট্রেনিং প্রোগাম'।
  • শুধু আইআইটি এবং আইআইএম নয়, কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে যাতে বিশ্বমানের পড়াশুনো হয়, সেই লক্ষ্যে মধ্যপ্রদেশে গড়ে তোলা হবে 'জয়প্রকাশ নারায়ণ ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স ইন হিউম্যানিটিজ'।
  • লখনউ এবং আমেদাবাদে মেট্রো রেল প্রকল্পে বরাদ্দ হল ১০০ কোটি টাকা। অল্পবয়সীরা যাতে কম দামে বাড়ি কিনতে পারে, সেই উদ্দেশ্যে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক মারফত খরচ করা হবে চার হাজার কোটি টাকা। এই টাকা সহজ সুদে ঋণ দেওয়া হবে বাড়ি কিনতে ইচ্ছুক তরুণদের।
  • অসম এবং ঝাড়খণ্ডে তৈরি হবে বিশ্বমানের কৃষি গবেষণা কেন্দ্র। রাজস্থানে মরুভূমির বুকে কীভাবে ফসল ফলানো যায়, তা খতিয়ে দেখতে সেখানে তৈরি হবে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। সারা দেশে ১০০টি ভ্রাম্যমাণ মাটি গবেষণা কেন্দ্র তৈরি হবে। নাবার্ড মারফত পাঁচ লক্ষ ভূমিহীন কৃষককে আর্থিক সহায়তা দেবে সরকার। এ ছাড়া, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ১০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে কৃষকদের। চাষবাসের তাজা খবর জানাতে চালু হচ্ছে 'কিষাণ টিভি'।
  • প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বেড়ে হল ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা। রাজ্য পুলিশবাহিনীর আধুনিকীকরণে খরচ করা হবে তিন হাজার কোটি টাকা।




English summary
Budget 2014: Highlights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X