For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরযাত্রীর আসতে দেরি হলে দিতে হবে মোটা জরিমানা?

Google Oneindia Bengali News

রামপুর (উত্তরপ্রদেশ), ৩১ মার্চ : পুরুষতান্ত্রিক সমাজে আজও অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে বরযাত্রী দেরি করে আসে, যাতে কনের বাড়ির লোকজন অপেক্ষা করে এবং বুঝতে পারে তারা কনে পক্ষ অতএব ছেলের জন্য তাদেরই অপেক্ষা করতে হবে।

কিন্তু উত্তরপ্রদেশের পূর্ব ভাগের গ্রামে সেসব চলবে না। যদি বর বা বরযাত্রী বিয়েতে আসতে দেরি করে তাহলে বরকে দিতে হবে মোটা জরিমানা। পাশাপাশি 'বারাত'-এ প্রবল শব্দে ব্যান্ড বাজনার ক্ষেত্রেও সতর্কতা জারি করা আছে।

বরযাত্রীর আসতে দেরি হলে দিতে হবে মোটা জরিমানা?

উত্তরপ্রদেশের তঙ্কপুরী তান্দা গ্রামের বয়ঃজেষ্ঠরা এই নিয়মই লাগু করেছেন। বরযাত্রীর দেরিতে মিনিট প্রতি ১০০ টাকা জরিমানা। এই এলাকার অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

গ্রামের প্রধান ধর্মগুরু মৌলানা আরশাদের কথায় "রাস্তায় নাচানাচি এবং জোরে জোরে ব্যান্ড বাজনা বাজানো পুরোপুরি নিষিদ্ধ। আমরা বিয়ের সমস্ত নিয়মকানুন মানি। তবে এখানকার বাসিন্দারা অবাঞ্ছিত খরচের বিপক্ষে। খাবারের অপচয় তো কখনও বরদাস্ত করা হয় না।"

এই গ্রামের অধিকাংশ পরিবারের কথায়, "গ্রামের মধ্যেই মেয়ের বিয়ে দেওয়াই ঐতিহ্য এগ্রামের। এই ঐতিহ্য মানার ফলে আমরা নিশ্চিন্ত থাকি যে আমাদের মেয়ে-বোনেরা দুষ্ট মানসিকতার থেকে নিরাপদ থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়গুলি এড়িয়ে যাওয়ার জন্যই অসামাজিক কাজকর্ম দ্রুতহারে বাড়ছে। আমাদের পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি অনীহার জেরেই এসব হচ্ছে", জানালেন মৌলানা।

English summary
Bridegrooms Running Late Are Fined Heavily in This Uttar Pradesh Village
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X