For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BrahMos Air-Launched Missile: Su-30 MKI থেকে ব্রহ্মোস মিসাইল নিক্ষেপ ভারতের! এরপর...

চিন-পাকিস্তানের ঘুম কেড়ে লাগাতার শক্তি-প্রদর্শন করে যাচ্ছে ভারত। কার্যত প্রত্যেকদিনই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা মিসাইলের রেঞ্জ আরও বৃদ্ধি করছে। গত কয়েকদিন আগে অত্যাধুনিক অগ্নি-পাঁচের পরীক্ষা করেছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

Brahmos Air Launched Missile: চিন-পাকিস্তানের ঘুম কেড়ে লাগাতার শক্তি-প্রদর্শন করে যাচ্ছে ভারত। কার্যত প্রত্যেকদিনই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা মিসাইলের রেঞ্জ আরও বৃদ্ধি করছে। গত কয়েকদিন আগে অত্যাধুনিক অগ্নি-পাঁচের পরীক্ষা করেছে ভারত।

আর এর মধ্যেই BrahMos Air-Launched Missile-এর Extended Range-এর সফল পরীক্ষা করল ভারত। Su-30 MKI বিমান থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এই মিসাইল। আর তা ভারতকে আরও একধাপ এগিয়ে দিল বলেই মনে করা হচ্ছে।

BrahMos-মিসাইলের Extended Range-এর সফল পরীক্ষা

BrahMos-মিসাইলের Extended Range-এর সফল পরীক্ষা

ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। ভারত সীমান্ত ঘেঁষে একের পর এক যুদ্ধ বিমান মোতায়েন করেছে লালচিন। এমনকি মাঝে মধ্যেই ভারতের ঘুম কেড়ে চিনা ফাইটার জেট। এই অবস্থায় সুখোই -৩০ (Su-30MKI) থেকে অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইলের Extended Range-এর সফল পরীক্ষা ভারতের। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নয়া এই মিসাইল আকাশ থেকে ভুমিতে আঘাত হানতে সক্ষম। ৪০০ মকিমি দুরের শত্রুকে আঘাত করতে পারে এটি।

সুপারসনিক ক্রুজ মিসাইল

সুপারসনিক ক্রুজ মিসাইল

Brahmos মিসাইলটি ভারতের অন্যতম শক্তিশালী একটি মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং রুশ ফেডারেল স্টেট ইন্টারপ্রাইস NPOM-এর মধ্যে হওয়া একটি চুক্তি হয়। যৌথ ভাবে এই মিসাইল তৈরি করা হয়েছে। ব্রাহ্মোস একটি মাঝারি পাল্লার স্টিলথ র‍্যামজেট সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলটিকে জাহাজ, সাবমেরিন, বিমান বা স্থল থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই মিসাইলের নাম ভারতের ব্রহ্মপুত্র এবং এবং রাশিয়ার মৌস্কাবা নদীর নামে রাখা হয়েছে। মনে করা হয় এটি এন্টি শিপ ক্রুজ মিসাইল হিসাবে সবথেকে দ্রুতগামী।

মুহূর্তে ধ্বংস করতে পারে শত্রুকে

মুহূর্তে ধ্বংস করতে পারে শত্রুকে

Brahmos Missile থাকায় জল, স্থল এবং আকাশে ভারত একটি সুরক্ষা বলয় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই মিসাইল অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক। এই মিসাইল শত্রু ঘাঁটিকে মুহূর্তে গুড়িয়ে দেওয়ার শক্তি রাখে। এই ক্ষেপণাস্ত্রের এয়ার লঞ্চ সংস্করণ 2012 সালে প্রকাশিত হয়েছিল এবং 2019 সালে এটি ভারতীয় বিমান বাহিনীর পরিষেবায় অন্তর্ভুক্ত হয়েছিল। মিসাইলের রেঞ্জ আরও বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

English summary
Brahmos missile launched successfully by indian air forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X