For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিআরপি জালিয়াতি! হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তিতে অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির কর্মীরা

মহারাষ্ট্র সরকার আগেই জানিয়েছিল তারা টিআরপি (trp) জালিয়াতি মামলায় অর্ণব গোস্বামী (arnab goswami) এবং এআরজি আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের অন্য কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না পরবর্তী শুনানি না হওয়া পর্য

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র সরকার আগেই জানিয়েছিল তারা টিআরপি (trp) জালিয়াতি মামলায় অর্ণব গোস্বামী (arnab goswami) এবং এআরজি আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের অন্য কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। এদিন বম্বে হাইকোর্ট (bombay high court) রাজ্য সরকারের এই বক্তব্য গ্রহণ করে অর্ণব গোস্বামী এবং চ্যানেলের অন্য কর্মীদের স্বস্তি দিয়েছে। এই মামলায় পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।

তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট! চিন্তা বাড়াচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পরিস্থিতিতৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট! চিন্তা বাড়াচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পরিস্থিতি

কপিল সিবালের সওয়াল

কপিল সিবালের সওয়াল

সরকারের হয়ে সওয়াল করেন কপিল সিবাল। তিনি বলেন, রিপাবলিক টিভির আইনজীবী স্থগিতাদেশ চাইলেও, তারা শুধুমাত্র বাধ্যতামূলক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে রাজি হচ্ছেন। কেননা অর্ণব গোস্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও, মেডিকেল এমার্জেন্সির কারণেই তারা বিষয়টি সম্পর্কে নরম মনোভাব নিচ্ছেন। এদিন চ্যানেলের তরফে নিরঞ্জন মুন্দার্গি, সিনিয়র আইনজীবী অশোক মুন্দার্গির পরিবারে মেডিকেল এমার্জেন্সির কারণে বাড়তি সময় চান। তবে তার বিরোধিতা করেননি কপিল সিবাল। তবে তিনি বলেন, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।

চ্যানেলের আবেদন গ্রহণ ডিভিশন বেঞ্চের

চ্যানেলের আবেদন গ্রহণ ডিভিশন বেঞ্চের

টিআরপি জালিয়াতি মামলায় মুম্বই পুলিশের এফআইআর বাতিল করতে এবং পুলিশের দায়ের করা অভিযোগের বিরুদ্ধে টিভি চ্যানেলের দায়ের করা আবেদনটি বিচারপিত শিন্ডে এবং বিচারপতি এমএস কার্নিকের ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছে।

স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে

স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে

এদিন কপিল সিবাল জানিয়েছেন, এই মামলার স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। আদালত এবিষয়ে সহমত প্রকাশ করে বলেছে, জরুরি কোনও প্রয়োজনে একপক্ষ যেন অন্যপক্ষকে জানায়।

আদালতের তিন সপ্তাহ সময়

আদালতের তিন সপ্তাহ সময়

অন্য একটি মামলায় আদালত রিপাবলিক টিভি এডিটর-ইন-চিফ এবং অন্য আসামী ফিরোজ শেখকে তিন সপ্তাহের সময় মঞ্জুর করেছে।

English summary
Bombay High Court gives relief to Arnab Goswami and other Republic TV staffs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X