For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SpiceJet Flight: দিল্লি-পুনে স্পাইসজেটের বিমানে বোমাতঙ্কে তীব্র চাঞ্চল্য! বিমানবন্দর জুড়ে তল্লাশি

SpiceJet Flight: দিল্লি-পুনে স্পাইসজেটের বিমানে বোমাতঙ্কে তীব্র চাঞ্চল্য! বিমানবন্দর জুড়ে তল্লাশি

  • |
Google Oneindia Bengali News

Delhi-Pune SpiceJet Flight: টেকঅফের আগেই বোমাতঙ্ক! দিল্লি-পুণে স্পাইসজেটের (Bomb Threat) বিমানে বোমা রাখা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন একটি ফোন আসে দিল্লি বিমানবন্দরে। আর এরপরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। বিমানটিকে একটি সুরক্ষিত জায়গাতে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ তল্লাশি চালানো হয়। শুধু তাই নয়, গোটা দিল্লি বিমানবন্দর জুড়ে তল্লাশি চালানো হয় বলে খবর। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু বিমানবন্দর থেকে পাওয়া যায়নি বলে খবর।

বিমানটির পুনে উড়ে যাওয়ার কথা ছিল।

জানা যাচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে (Delhi IGI Airport) স্পাইস জেটের বিমানটির পুনে উড়ে যাওয়ার কথা ছিল। আর এর মধ্যেই বোমের হুমকি দিয়ে একটি ফোন আসে বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে সমস্ত বোডিং বন্ধ করে দেওয়া হয়। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থলে আসেন সিআইএসএফের আধিকারিকরাও। বিমান সহ গোটা বিমানবন্দর জুড়ে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পরেই সিআইএসএফ এবং দিল্লি পুলিশকে অ্যালার্টে রাখা হয়েছে।

 স্পাইসজেটের ফ্লাইটে বোমা রাখা আছে বলে ফোন আসে

স্পাইসজেটের ফ্লাইটে বোমা রাখা আছে বলে ফোন আসে

দিল্লি পুলিশ জানিয়েছে, উড়ানের অনেক আগেই দিল্লি থেকে পুনেগামী স্পাইসজেটের ফ্লাইটে বোমা রাখা আছে বলে ফোন আসে। সিআইএসএফের পাশাপাশি দিল্লি পুলিশ অ্যালার্টে রয়েছে বলে একটি বার্তাতে জানানো হয়েছে। পাশাপাশি কোথা থেকে এই ফোন এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে যাত্রী এবং বিমানবন্দরে থাকা যাত্রীদের আতঙ্কিত না হওয়ার জন্যে জানানো হয়েছে। কারণ দীর্ঘ তল্লাশিতেও কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

বিমানটিতে ৩৩৬ জন যাত্রী ছিলেন।

বিমানটিতে ৩৩৬ জন যাত্রী ছিলেন।

বলে রাখা প্রয়োজন, বিমানটিতে ৩৩৬ জন যাত্রী ছিলেন। এছাড়াও দুই পাইলট সহ আট বিমান ক্র ছিলেন বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পরেই এসওপি অনুসারে একটু সুরক্ষা ড্রিল করা হবে। যেখানে সমস্ত সুরক্ষা এজেন্সিগুলি থাকবে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিনে একের পর এক বিমান সংক্রান্ত খবর সামনে আসছিল। কোথাও মাঝ আকাশে বিমান যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য অপরাধের মতো ঘটনা ঘটে। এমনকি বিমানবন্দরে দাঁড়িয়ে প্রস্রাব করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। একের পর এক ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্কের ঘটনা সামনে আসে

মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্কের ঘটনা সামনে আসে

আর এর মধ্যেই মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্কের ঘটনা সামনে আসে। যেখানে ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় গুজরাতের জামনগরে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে প্রথমে এই বিমানে বোমা রাখার ফোন আসে। তারপরেই বিমানটিকে গুজরাতের জামনগরে জরুরি অবতরণ করানো হয়। আর এর মধ্যেই ফের একবার বোমাতঙ্কের ঘটনা সামনে এল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিমানবন্দর জুড়ে।

'প্রধানমন্ত্রী VIP সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী...,' হজ কোটা উঠতেই বললেন স্মৃতি ইরানি 'প্রধানমন্ত্রী VIP সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী...,' হজ কোটা উঠতেই বললেন স্মৃতি ইরানি

English summary
bomb scare at delhi pune spicejet flight delhi police and cisf on high alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X