For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে ভারতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো, বিতর্ক তুঙ্গে

প্রজাতন্ত্র দিবসে ভারতে বলসোনারো, বিতর্ক তুঙ্গে

Google Oneindia Bengali News

এ বছরের প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেড দেখতে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইস মেসিয়াস বলসোনারো। এবছর ৭১তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলসোনারো। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের প্রেসিডেন্ট উপস্থিত থাকলেন। এর আগে ১৯৯৬ ও ২০০৪ সালে এসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতে বলসোনারোর ভারতে আসা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বহু সমাজকর্মী এই বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না। কারণ একটাই অ্যামাজনের দাবানল। এই ঘটনার জন্য গোটা বিশ্বের কাছে নিন্দিত হয়েছিলেন তিনি। সেই বিতর্কিত প্রেসিডেন্টই প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আসবেন। এই দুই নেতাকে গত বছর বিশ্বের দুই বড় সম্মেলন জি–২০ ও ব্রিকস সামিটে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা গিয়েছিল। জানা গিয়েছে, ভারত–ব্রাজিল দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়ে রয়েছে ৭.‌৫৭ বিলিয়ন ডলারে (‌২০১৮)‌। এই দুই দেশেরই লক্ষ্য হল আগামী তিন–চার বছরে ২৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। যদিও সরকার এটিকে ভারত ও ব্রাজিলের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা হিসাবে দেখছে, এই সহযোগিতার মূলত দু’‌টি বিষয়ের উপর ভিত্তি করে, আখের চাষ এবং বলসোনারোর বিতর্কিত ব্যক্তিত্ব।

চিনি বাজারে ভারত–ব্রাজিল দ্বণ্দ্ব

চিনি বাজারে ভারত–ব্রাজিল দ্বণ্দ্ব

বিশ্ব চিনির বাজারে ব্রাজিল ভারতের গুরুত্বপূর্ণ প্রতিদ্বণ্দী। ব্রাজিলে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়। সাম্প্রতিক বছরগুলিতে আখ চাষীরা ভারতে কৃষির সঙ্কট অনুভব করার সঙ্গে, ব্রাজিকেল ভারত সরকার কর্তৃক গৃহীত সহায়তাগুলির বিরুদ্ধে তীব্র পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। ২০১৯ সালে, ব্রাজিল বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লুটিও) ভারতের অভিযোগ আনে। ব্রাজিল দাবি করে যে ভারত ডব্লুটিও-এর বিধি অনুযায়ী অনুমোদিত সীমা ছাড়িয়ে আখ চাষীদের সহায়তা প্রদান করছে।

আখ চাষীদের ওপর অবিচার

আখ চাষীদের ওপর অবিচার

চিনি উৎপাদনকারী রাজ্য এবং বাম-সংযুক্ত সমিতিগুলির কৃষকরা বলসোনারো সফরের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। কৃষকরা জানিয়েছেন যে বলসোনারোকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের অপমান করা হয়েছে। কারণ ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ডব্লুটিও-এর আওতায় এমন পদক্ষেপ নিতে চান যা তাঁদের জীবিকার জন্য বিপদজ্জনক।

তবে বলসোনারোর সফ নিয়ে সবচেয়ে বড় আপত্তির কারণ হল তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী। অবসরপ্রাপ্ত সামরিক ব্যক্তি

বলসোনারো একজন নারী–বিদ্বেষী

বলসোনারো একজন নারী–বিদ্বেষী

বলসোনারো এমনই এক নেতা, যিনি নারী-বিদ্বেষ ও সমকামী এবং আদিবাসীদের কটাক্ষ করে কথা বলার জন্য পরিচিত। ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক শিরোনামে উঠে আসেন। ব্রাজিলের সংসদে বিতর্ক চলাকালীন বলসোনারো ব্রাজিলের বিরোধী মারিয়া দো রোজারিওকে আপত্তিকর কথা বলেন। তিনি বলেন, ‘আমি আপনাকে ধর্ষণ করব না কারণ আপনি এর যোগ্য নন।'‌‌ এ নিয়ে সব জায়গা থেকে বিরোধীতা হওয়া সত্ত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট ক্ষমা চান না। বরং তিনি ফের একই ধরনের মন্তব্য করে রোজারিওকে জানান যে তিনি যেহেতু কুৎসিত তাই বলসোনারো তাঁকে ধর্ষণ করবে না।

 সন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য

সন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য

আর একটি অনুষ্ঠানে বলসোনারো মন্তব্য করেন যে তিনি তাঁর নিজের সন্তানদেরও ছেড়ে কথা বলেন না। ২০১৭ সালে এক বক্তব্যে তিনি জানান যে কীভাবে তাঁর পাঁচ সন্তানের জন্ম হয়েছে। তিনি বলেন, ‘‌আমার পাঁচ সন্তান, তাঁর মধ্যে চারজন পুরুষ এবং এক দুর্বল মুহূর্ত আসে তখন পঞ্চম কন্যা সন্তান জন্মায়।'‌

রং বদল এমএনস-এর পতাকার, দলের নতুন সদস্য অমিত রাজ ঠাকরের ছেলেরং বদল এমএনস-এর পতাকার, দলের নতুন সদস্য অমিত রাজ ঠাকরের ছেলে

English summary
Brazil's President Jair Messias Bolsonaro's coming to India as Republic Day chief guest has evoked controversy with many activists questioning the invitation to him for the event by Prime Minister Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X