For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে করোনা ভাইরাস মোকাবিলা, নেওয়া হচ্ছে আস্ত একটা স্টেডিয়াম

এবার মুম্বইয়ের এনএসসিআই স্টেডিয়ামকে করোনা ভাইরাসের জন্য অবজারভেশন সেন্টার করতে চায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। সন্দেহজনক রোগীদের সেখানে রাখা হবে।

  • |
Google Oneindia Bengali News

এবার মুম্বইয়ের এনএসসিআই স্টেডিয়ামকে করোনা ভাইরাসের জন্য অবজারভেশন সেন্টার করতে চায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। সন্দেহজনক রোগীদের সেখানে রাখা হবে। বলে রাখা ভাল এনএসসিআই-এ সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম ওরলির কোলিওয়াদার খুব কাছেই। যা কিনা করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এই স্টেডিয়ামে ব্যাডমিন্টন ছাড়াও কাবাডি খেলা হয়ে থাকে। তা ছাড়াও নানা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়।

মুম্বইয়ে স্টেডিয়াম নেওয়া হল করোনা ভাইরাসের মোকাবিলায়

মুম্বইয়ে স্টেডিয়াম নেওয়া হল করোনা ভাইরাসের মোকাবিলায়

স্টেডিয়াম পরিটালনার দায়িত্বে থাকা ডুম এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মাজহার নাদিওয়ালা জানিয়েছেন, করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন সন্দেহজনকদের জন্য এই স্টেডিয়াম নেওয়া হয়েছে।

রাখা হচ্ছে ৩০০ টি শয্যা

রাখা হচ্ছে ৩০০ টি শয্যা

বিএমসির গাইডলাইন মেনে স্টেডিয়ামে ৩০০ টি শয্যা রাখা হচ্ছে। এছাড়াও স্টেডিয়ামের ঘর দেওয়া হচ্ছে পুরসভার ব্যবহারের জন্য।

মহারাষ্ট্রে আক্রান্ত ১১৩৫, মৃত ৭২

মহারাষ্ট্রে আক্রান্ত ১১৩৫, মৃত ৭২

এদিন সকালের হিসেব অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১১৩৫। এর মধ্যে সক্রিয় ৯৪৬। ১১৭ জনের রোগ মুক্তি ঘটেছে। সেখানে মৃত্যু হয়েছে ৭২ জনের।

English summary
BMC would be using NSCI stadium in Worli as observation centre for Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X