For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#NoteBan বিতর্কের মাঝেই কালো টাকা নিয়ে বিতর্কিত মন্তব্য অখিলেশ যাদবের

অখিলেশের বক্তব্য, আমি কালো টাকার বিরুদ্ধে। এটা হওয়া উচিত নয়। তবে বহু অর্থনৈতিক বিশেষজ্ঞের মতে কালো টাকা বা সমান্তরাল অর্থনীতির কারণেই বিশ্বজনীন মন্দার ভারতে প্রভাব ফেলতে পারেনি।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ১৫ নভেম্বর : নোট বাতিল নিয়ে এমনিতেই সারা দেশে চর্চা অব্যাহত। এসবের মাঝেই কালো টাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক বাড়িয়ে তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব।

#Note Ban! এর মাঝেই বেঙ্গালুরুর এই বিয়েতে খরচ কয়েক কোটি টাকা!

এবার এই ব্যাঙ্কের এটিএম থেকে বেরবে ২০ ও ৫০ টাকার নোট

সমাজবাদী পার্টির এই নেতার বক্তব্য, বিশ্বজনীন মন্দার সময়ে এই কালো টাকাই ভারতীয় অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল।

কালো টাকা নিয়ে বিতর্কিত মন্তব্য অখিলেশ যাদবের

বিতর্কিত এই মন্তব্যের পরে অবশ্য অখিলেশের সাফাই, আমি কালো টাকার বিরুদ্ধে। এটা হওয়া উচিত নয়। তবে বহু অর্থনৈতিক বিশেষজ্ঞের মতে কালো টাকা বা সমান্তরাল অর্থনীতির কারণেই বিশ্বজনীন মন্দার ভারতে প্রভাব ফেলতে পারেনি।

#Note বাতিলের সিদ্ধান্তের পর একটাও চুরি হয়নি দেশের এই রাজ্যে

'Micro ATM' এর মাধ্যমে এবার নতুন টাকার যোগান দেবে কেন্দ্র?

ভারত-মায়ানমার-থাইল্যান্ড ফ্রেন্ডশিপ কার র‌্যালি অনুষ্ঠানে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিতর্কিত মন্তব্য করেছেন।

এর পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকে নোট বাতিল বিতর্কে তীব্র আক্রমণ করেছেন অখিলেশ। বলেন, যারাই গরিব মানুষকে কষ্ট দিয়েছেন, তাদেরকেই ফেরার দরজা দেখিয়ে দিয়েছেন মানুষ। সেভাবেই এই সরকারও গরিব মানুষকে কষ্ট দিয়ে চলেছে।

কালো টাকা রোধে নোট বাতিলের সিদ্ধান্ত কোনও কাজে আসবে না বলেই মত অখিলেশের। এই ঘটনা মানুষকে সজাগ করতে পারে মাত্র, তবে ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করে দুর্নীতি কমানো যাবে বলেও দাবি করেছেন অখিলেশ যাদব।

English summary
Black money helped Indian economy during global recession: Akhilesh Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X