For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে ২ আসনে হারের জের! রাজ্যসভায় ২ আসনে প্রার্থী প্রত্যাহার মোদীর দলের

রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের উপনির্বাচনে হারার পরেই রাজ্যসভা নির্বাচনের প্রার্থীর তালিকা থেকে দুজনের নাম তুলে নিল উত্তর প্রদেশ বিজেপি। ফলে উত্তরপ্রদেশ থেকে ১০ আসনে বিজেপির প্রার্থী ৯ জন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের উপনির্বাচনে হারার পরেই রাজ্যসভা নির্বাচনের প্রার্থীর তালিকা থেকে দুজনের নাম তুলে নিল উত্তর প্রদেশ বিজেপি। এর ফলে উত্তর প্রদেশ থেকে ১০ আসনে বিজেপির প্রার্থী থাকল ৯ জন। যে দুজনের নাম তুলে নিয়েছেন তাঁরা হলেন, বিদ্যাসাগর সোনকার এবং সলিল বিষ্ণই।

যোগীর রাজ্যে ২ আসনে হারের জের! রাজ্যসভায় ২ আসনে প্রার্থী প্রত্যাহার মোদীর দলের

রাজ্য নেতৃত্বে আদেশেই মনোনয়ন তোলার কথা জানিয়েছেন এই দুই প্রার্থী। তবে মনোনয়ন তুলে নেওয়ার পর বিএসপি প্রার্থী ভিমরাও আম্বেদকর এবং বিজেপির অনিল আগরওয়ালের মধ্যে লড়াই জমে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উত্তর প্রদেশ বিধানসভার বর্তমান আসন সংখ্যা অনুযায়ী, রাজ্যসভায় যেতে গেলে এক একজন প্রার্থীকে ৩৭ টি করে ভোট পেতে হবে। সেই দিক থেকে ধরলে বিজেপি খুব সহজেই ৮ প্রার্থীকে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় পাঠাতে পারবে। এরপরেও তাদের হাতে ২৮ টি ভোট থেকে যাবে। সেই ভোট নবম প্রার্থী অনিল আগরওয়ালের দিকে যাবে। অনিল আগরওয়ালের প্রয়োজন হবে আরও ৯ টি ভোট। যা ক্রস ভোটিং ছাড়া কোনও ভাবেই আসবে না। বিজেপির আশা, বাড়তি ভোট বিক্ষুব্ধ এসপি, কংগ্রেস ক্যাম্প এবং নির্দল সদস্যদের থেকে আসবে।

অন্যদিকে, সদস্য সংখ্যা অনুযায়ী, সমাজবাদী পার্টি, বিএসপি এবং কংগ্রেসের তরফে খুব সহজেই দুই প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে।

উত্তরপ্রদেশ বিধানসভায় বিএসপির আসন সংখ্যা ১৯, এসপির ৪৭ এবং কংগ্রেসের ছয় সদস্য রয়েছে। জয়া বচ্চনকে রাজ্যসভায় পাঠানোর পর সমাজবাদী পার্টির বাকি সদস্য, কংগ্রেস এবং আরএলডির ভোট যাবে বিএসপি প্রার্থীর দিকে।

English summary
BJP withdraws two names from their candidature in Rajya Sabha election from UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X