For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর প্রদেশে নির্বাচন! উন্নাও কাণ্ডে দণ্ডিত কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীর প্রার্থীপদ প্রত্যাহার বিজেপির

উত্তর প্রদেশের (uttar pradesh) পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজেপির (bjp) । এদিন গেরুয়া শিবিরের তরফে উন্নাও ধর্ষণ কাণ্ডে দণ্ডিত কুলদীপ সিং সেঙ্গারের (kuldeep singh sengar) স্ত্রীর প্রার্থীপদ প্রত্যাহার করে

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের (uttar pradesh) পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজেপির (bjp) । এদিন গেরুয়া শিবিরের তরফে উন্নাও ধর্ষণ কাণ্ডে দণ্ডিত কুলদীপ সিং সেঙ্গারের (kuldeep singh sengar) স্ত্রীর প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও স্থানীয় গ্রামবাসীরা এখনও কুলদীপ সিং সেঙ্গারকে ভাল মানুষ বলেই দাবি করেন।

কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীকে প্রার্থী করেছিল বিজেপি

কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীকে প্রার্থী করেছিল বিজেপি

বিজেপির তরফে কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেঙ্গারকে জেলা পঞ্চায়েতে ফতেপুর চৌরাশির ২২ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য সঙ্গীতা সেঙ্গার আগে জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সনের পদ সামলেছেন।

বিজেপির তরফে সিদ্ধান্ত

বিজেপির তরফে সিদ্ধান্ত

এদিন রাজ্য বিজেপির তরফে জানানো হয়, ২০১৮-তে উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেঙ্গারের প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে উন্নাও-এ বিজেপির সভাপতিকে বলা হয়েছে, তিনটি নতুন নাম জমা দিতে।

বিজেপিই জিতবে পঞ্চায়েত নির্বাচনে

বিজেপিই জিতবে পঞ্চায়েত নির্বাচনে

রাজ্য বিজেপির তরফে দাবি করা হয়েছে, চার দফার পঞ্চায়েত নির্বাচনে বিজেপিই জয়ী হবে। যা শুরু হবে ১৫ এপ্রিল থেকে। উন্নাওয়ে ভোট হওয়ার কথা রয়েছে ২৬ এপ্রিল।

উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ

উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ

উন্নাওয়ে ১৭ বছরের বালিকাকে ধর্ষণে দিল্লির আদালত ২০১৯-এর ২০ ডিসেম্বর কুলদীপ সিং সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই সময়েই কুলদীপ সিং সেঙ্গারের বিধায়ক পদ বাতিল হয়ে যায়।

করোনা সংক্রমণে আবার রেকর্ড ভাঙল মহারাষ্ট্র, মুম্বই ছাড়াও একের পর এক শহরের পরিস্থিতি খারাপকরোনা সংক্রমণে আবার রেকর্ড ভাঙল মহারাষ্ট্র, মুম্বই ছাড়াও একের পর এক শহরের পরিস্থিতি খারাপ

English summary
BJP withdraws candidature of former Unnao MLA Kuldeep Singh Sengar's wife in UP Panchayat poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X